এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ওড়াতে রাজ্য সরকারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘুম ওড়াতে রাজ্য সরকারের বিরুদ্ধে বড়সড় পদক্ষেপ নিতে চলেছে বিজেপি


লোকসভা নির্বাচনের আগে বিভিন্ন ইস্যুতে কেন্দ্রের বিরুদ্ধে যখন সোচ্চার হয়ে ঝড় তোলার চেষ্টা করছেন তৃণমূল নেত্রী তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিক তখনই বাংলার শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে সভা-সমিতি করার জন্য অসহযোগিতার অভিযোগ তুলে পাল্টা সেই রাজ্যের উপর চাপ সৃষ্টি করে এবার আসরে নামল বিজেপিও।

প্রসঙ্গত উল্লেখ্য, লোকসভা নির্বাচনের আগে রাজ্যে গণতন্ত্র বাচাও নামক একটি রথযাত্রা কর্মসূচি করার পরিকল্পনা নিয়েছিল বিজেপি। কিন্তু আইনি জটিলতার জেরে গেরুয়া শিবিরের সেই রথযাত্রা কার্যত মুখ থুবরে পড়ে। রথযাত্রার ব্যাপারে শীর্ষ আদালতের পক্ষ থেকে নিষেধাজ্ঞা জারি করা হলেও এই “গণতন্ত্র বাচাও” নামক সভা বিজেপি করতে পারবে বলে জানানো হয়।

এদিকে শীর্ষ আদালতের পক্ষ থেকে এহেন নির্দেশ পেয়েই রাজ্যের বিভিন্ন জায়গায় কেন্দ্রের বিজেপির হেভিওয়েট নেতা নেত্রীদের নিয়ে এসে সভা করে রাজ্যের শাসকদলের উপর চাপ সৃষ্টি করতে উদ্যোগী হয় রাজ্য বিজেপি নেতৃত্ব। কিন্তু একাধিক ক্ষেত্রেই দেখা যায় যে রাজ্যের বিভিন্ন জায়গায় বিজেপির কেন্দ্রীয় নেতা মন্ত্রী থেকে বিজেপি শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রীর সভা করতে আসলেও তাঁদের সভার অনুমতি বা হেলিকপ্টার নামার অনুমতি রাজ্য প্রশাসনের তরফ থেকে পাওয়া যাচ্ছে না।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এবার এই ঘটনা নিয়েই রাজ্য প্রশাসনের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করতে চলেছে বিজেপি। জানা যায়, কিছুদিন আগেই উত্তরপ্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট ও উত্তর দিনাজপুরের রায়গঞ্জে সভা করার কথা থাকলেও প্রশাসনের তরফে হেলিকপ্টার নামার অনুমতি না পাওয়ায় তিনি লখনৌ থেকে ফোনে ভাষণ দিয়েই এই কর্মসূচি সেরেছেন।

আর এই ঘটনা নিয়েই প্রশাসনের বিরুদ্ধে সোচ্চার হতে শুরু করেছে বিজেপি। শীর্ষ আদালতের পক্ষ থেকে গণতন্ত্র বাচাও নামক সভা করার অনুমতি পাওয়া গেলেও কেন সেখানে সেই সভায় মূল বক্তা হিসেবে আমন্ত্রিত থাকা বিজেপির হেভিওয়েট নেতা-নেত্রীদের হেলিকপ্টার নামার অনুমতি দিচ্ছে না রাজ্য প্রশাসন!

এবার তা নিয়েই আদালতের দ্বারস্থ হচ্ছেন গেরুয়া শিবিরের কার্যকর্তারা। এদিন এই প্রসঙ্গে রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু বলেন, “রথযাত্রা না হলেও সভা করার ব্যাপারে শীর্ষ আদালতের পক্ষ থেকে অনুমতি পাওয়া গেছে। কিন্তু সেই সভার ব্যাপারে অনুমতি না দিয়ে রাজ্য সরকার আদালত অবমাননা করেছে। তাই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগে আমরা সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছি।”

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, লোকসভা নির্বাচনের আগে এবার রাজ্যে বিজেপিকে সভা করতে না দেওয়ার অভিযোগে শাসকের বিরুদ্ধে যেভাবে গেরুয়া শিবির শীর্ষ আদালতের দ্বারস্থ হচ্ছে তাতে শেষ পর্যন্ত আসন্ন নির্বাচনের আগে আদালতে ঠিক কে শেষ হাসি হাসে এখন সেটাই দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!