এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মৌসম নূরকে প্রার্থী পেতেই মালদা-উত্তর দখলের গেমপ্ল্যান নিয়ে ঝাঁপিয়ে পড়লো তৃণমূল কংগ্রেস

মৌসম নূরকে প্রার্থী পেতেই মালদা-উত্তর দখলের গেমপ্ল্যান নিয়ে ঝাঁপিয়ে পড়লো তৃণমূল কংগ্রেস


নানা জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে সম্প্রতি মালদহের কংগ্রেস নেত্রী তথা সাংসদ মৌসম বেনজির নূর একদা কংগ্রেসের শক্ত ঘাঁটি বলে পরিচিত মালদহে কংগ্রেসের দুর্গকে কিছুটা ভেঙে দিয়ে তৃণমূলে যোগ দেওয়ার কথা ঘোষণা করেন। আর মৌসম তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথেই তাঁকে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের প্রার্থী হিসেবে দলের প্রথম প্রার্থী ঘোষণা করে দেন খোদ তৃণমূল সুপ্রিমো তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

এদিকে প্রার্থী হিসেবে দলনেত্রী মৌসমের নাম ঘোষণা করে দেওয়ার পর থেকেই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে সেই মৌসমের নামে শুরু হয়েছে জোর প্রচার। অন্যদিকে মৌসমের নামে শুরু হয়ে গিয়েছে দেওয়াল লিখনও। এদিকে শাসকদলের পক্ষ থেকে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে তৃণমূলের প্রার্থী হিসেবে মৌসমের নাম ঘোষণা হলেও বিরোধী দল কংগ্রেস, বিজেপি এবং সিপিএম এখনও পর্যন্ত এই লোকসভা কেন্দ্রে তাঁদের প্রার্থী ঠিক করতে পারেনি।

তবে মৌসম বেনজির নূরকে তৃণমূলের প্রার্থী হিসেবে শাসকদলের পক্ষ থেকে ঘোষণা করা হলে সাথে সাথেই সেই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে শাসক দলের সাথে জোর লড়াই দেওয়ার জন্য দলীয় প্রার্থী হিসেবে সেই মৌসমেরই দাদা ঈশা খান চৌধুরীর নাম ঘোষণা করেন প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র। তবে প্রাথমিকভাবে ঈশা খান চৌধুরীর নাম দলীয় স্তরে ঠিক হলেও এখন উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে কংগ্রেসের প্রার্থী কে হবে তা নিয়ে তৈরি হয়েছে তীব্র জল্পনা।

জানা গেছে, আসন্ন লোকসভা নির্বাচনে প্রদেশ কংগ্রেসের সভাপতি সোমেন মিত্র উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে দলীয় প্রার্থী হিসেবে ঈশা চৌধুরীর নাম ঘোষণা করলেও জেলা কংগ্রেসের এক বৈঠকে সেই ঈশার নাম নিয়েই ঢোক গিলতে দেখা গেছে মালদহ জেলা কংগ্রেসের সভাপতি আবু হাসেম খান চৌধুরীকে। ফলে সে দিক থেকে কে হবে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী তা নিয়ে একটা ধন্দ থেকেই যাচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে মালদা জেলা কংগ্রেসের নবনির্বাচিত কার্যকরী সভাপতি অর্জুন হালদার বলেন, “আমরা ছোট ছোট কর্মীসভা শুরু করে লোকসভা নির্বাচনের প্রচার শুরু করে দিয়েছি।” অন্যদিকে রাজ্যজুড়ে পদ্ম ফোঁটার আশায় গেরুয়া শিবিরের নেতারা লম্ফঝম্প করলেও এই মালদহ উত্তর লোকসভা কেন্দ্রে তাঁরা এখনও প্রার্থীর ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, “নীচুতলায় সাংগঠনিক স্তরে আমাদের নিয়মিত প্রচার চলছে। প্রার্থী ঘোষণা হওয়ার পর সেই প্রচারের তীব্রতা আরও বাড়বে। আমরাই এবার এই উত্তর মালদহ কেন্দ্র দখল করব।”

অন্যদিকে তৃণমূলের তরফে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে মৌসম বেনজির নূরকে প্রার্থী করে দেওয়া হলেও এখনও পর্যন্ত কংগ্রেস এবং বিজেপির মত এই কেন্দ্রে প্রার্থী ঘোষণা করতে পারেনি সিপিএম। এদিন এই প্রসঙ্গে সিপিএমের প্রাক্তন বিধায়ক বলেন, “কংগ্রেসের সাথেই নির্বাচনে জোট হবে বলে আশা করছি। যদি সত্যিই জোট হয় তাহলে কংগ্রেসের সাথে আমরা প্রচারে নামব। আর তা না হলে দল থেকে যাঁকে প্রার্থী করা হবে তাঁর হয়েই আমরা জোরদার লড়াই দেব।”

এদিকে এখনও পর্যন্ত বিরোধী দলের তরফে কেউই উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে নিজেদের প্রার্থী ঠিক করতে না পারলে তৃণমূলের তরফে আসন্ন লোকসভা নির্বাচনে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে নিজের প্রার্থীপদ নিশ্চিত হওয়ায় জোর প্রচার করতে শুরু করে দিয়েছেন সেই মৌসম বেনজির নূর।

এদিন তিনি বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করে দেওয়ার আর কোনো বাধা নেই। আমি ইতিমধ্যেই প্রচারে নেমে পড়েছি। স্থানীয় নেতা-কর্মীদের সাথেও বৈঠক হয়েছে। সাধারণ মানুষের সাথেও কথা বলেছি।” সবমি লিয়ে আসন্ন লোকসভা নির্বাচনের আগে উত্তর মালদহ লোকসভা কেন্দ্রে প্রার্থী ঘোষণা করার দিক থেকে তৃণমূল এগিয়ে থাকলেও ভোটের শেষে এই কেন্দ্রে কারা নিজেদের জয় ধরে রাখতে পারে এখন সেদিকেই তাকিয়ে সকলে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!