এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নতুন দায়িত্ব পেতেই সংগঠন ঢেলে সাজাতে চলেছেন হেভিওয়েট তৃণমূল নেতা, জল্পনা বাড়ছে শাসক শিবিরে

নতুন দায়িত্ব পেতেই সংগঠন ঢেলে সাজাতে চলেছেন হেভিওয়েট তৃণমূল নেতা, জল্পনা বাড়ছে শাসক শিবিরে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত লোকসভা নির্বাচনে জঙ্গলমহলের বিভিন্ন জেলায় ঘাসফুল শিবিরের চাপ বাড়িয়েছে পদ্ম শিবির। এককালে জঙ্গলমহল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতের তালুতে থাকলেও, গত লোকসভা নির্বাচন থেকেই তাল কাটতে শুরু করে। তবে সম্প্রতি তৃণমূলের সাংগঠনিক বৈঠকে সেই জঙ্গলমহলের বেশকিছু এলাকায় সাংগঠনিক পরিবর্তন করা হয়েছে। পুরুলিয়া জেলার সভাপতি করা হয়েছে গুরুপদ টুডুকে। আর দায়িত্ব পাওয়ার পরেই এবার ব্লক স্তরের সংগঠনে পরিবর্তন এনে জেলার সাংগঠনিক পরিস্থিতিকে চাঙ্গা করার চেষ্টা করছেন গুরুপদবাবু।

বস্তুত, দীর্ঘদিন ধরে পুরুলিয়া জেলার বাগমুন্ডি, ঝালদা 1, ঝালদা শহর, সাতুড়ি, রঘুনাথপুর 1 এবং জয়পুর ব্লকে তৃণমূলের ব্লক সভাপতি নেই। তাই সেই সমস্ত জায়গায় নতুন করে ব্লক সভাপতি নিয়োগের পাশাপাশি একাধিক ব্লকের সভাপতি পরিবর্তন করার কথা শোনা যাচ্ছে। ইতিমধ্যেই প্রশান্ত কিশোরের টিমের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় ঘুরে কাকে দায়িত্ব দিলে ভালো হয়, তার ব্যাপারে সমীক্ষা করা হয়েছে। আর তার পরিপ্রেক্ষিতেই জেলা নেতৃত্ব নতুন সভাপতি নিয়োগ দিতে পারে বলে মনে করছে তৃণমূলের ঘনিষ্ঠ মহল।

ইতিমধ্যেই কারা ব্লক সভাপতি পদে থাকবেন এবং কারা বাদ যাবেন, তা নিয়ে ব্লক স্তরের নেতাদের মধ্যে গুঞ্জন তৈরি হয়েছে। প্রায় সকলের কাছেই একটা বিষয় পরিষ্কার যে, আগামী বিধানসভা নির্বাচনের আগে দলের সাংগঠনিক রদবদলের মধ্যে দিয়ে একদিকে যেমন স্বচ্ছ মুখকে সামনে আনতে চাইছে, ঠিক তেমনই যারা সাংগঠনিকভাবে দক্ষ, তাদের নেতৃত্ব স্থানে এনে বিধানসভা নির্বাচনের পটভূমি তৈরি করতে চাইছে। অনেকে বলছেন, এই পুরুলিয়া জেলায় বিভিন্ন ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল চরম পরিমাণে রয়েছে। তাই বিধানসভা নির্বাচনের আগে সেই সমস্যার সমাধান করাও শাসকদলের কাছে প্রধান লক্ষ্য।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে কোন কোন ব্লকে নতুন সভাপতি নিয়োগ করা হবে, কারা বেশি অগ্রাধিকার পাবেন? এদিন এই প্রসঙ্গে পুরুলিয়া জেলা তৃণমূলের সভাপতি গুরুপদ টুডু বলেন, “পুরুলিয়া জেলায় বেশকিছু ব্লকে দীর্ঘদিন সভাপতি নেই। বিভিন্ন কারণে ব্লকগুলো কার্যত অভিভাবকহীন রয়েছে। দ্রুত ব্লকগুলোতে সভাপতি নিয়োগ করা হবে। এই সিদ্ধান্ত কোনোমতেই ঝুলিয়ে রাখা হবে না। সংগঠনের স্বচ্ছ এবং কাজের মুখদের সামনের সারিতে নিয়ে আসা হবে। কর্মী এবং সাধারণ মানুষের কাছে গ্রহণযোগ্যতার নিরিখে সভাপতি বাছাই হবে। জেলা এবং ব্লক নেতাদের সঙ্গে আলোচনা করে এবং রাজ্য নেতৃত্বের পরামর্শ মত খুব তাড়াতাড়ি এই নিয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।”

এখন দেখার বিষয়, পুরুলিয়া জেলার যে সমস্ত জায়গায় ব্লক সভাপতি নেই, সেই সমস্ত জায়গায় ব্লক সভাপতি পদে কারা জায়গা পান এবং যারা জায়গা পাচ্ছেন, তারা সংগঠনকে চাঙ্গা করতে কতটা ভূমিকা পালন করেন! সব মিলিয়ে পুরুলিয়া জেলায় দায়িত্ব পেয়েই এবার ব্লক স্তরের সংগঠনকে শক্তিশালী করার দিকে নজর দিলেন তৃণমূলের নতুন জেলা সভাপতি গুরুপদ টুডু।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!