এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দীর্ঘ ৯ বছর পদচ্যুত শুভেন্দু ঘনিষ্ঠ প্রভাবশালী? নতুন সমীকরণ তৃণমূলের আন্দোলনের আঁতুড়ঘরে?

দীর্ঘ ৯ বছর পদচ্যুত শুভেন্দু ঘনিষ্ঠ প্রভাবশালী? নতুন সমীকরণ তৃণমূলের আন্দোলনের আঁতুড়ঘরে?


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিগত বাম আমলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস যে কয়েকটি জায়গায় আন্দোলন করে নিজেদের ক্ষমতার পথকে প্রশস্ত করেছিল, তার মধ্যে যেমন ছিল সিঙ্গুর, তেমন ছিল নন্দীগ্রাম, আর তার সাথেই ছিল নেতাইয়ের নাম। লালগড় ব্লকের এই নেতাই গ্রাম অনেক রাজনৈতিক উত্থান পতনের সাক্ষী।

জানা গেছে, দীর্ঘ 9 বছর এই লালগড়ের যুব তৃনমূলের সভাপতি পদে ছিলেন তন্ময় রায়। কিন্তু এবার সেই পদেই রদবদল হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। যেখানে তন্ময় রায়কে সরিয়ে দিয়ে নতুন দায়িত্বে আনা হতে পারে প্রশান্ত রাউতকে বলে শোনা যাচ্ছে। যার ফলে দীর্ঘদিন ধরে দলের দায়িত্ব সামলানো তন্ময়বাবু এখন ধীরে ধীরে নিষ্ক্রিয় হতে শুরু করেছেন।

প্রসঙ্গত উল্লেখ্য, বর্তমানে তৃণমূলের পক্ষ থেকে বিজেপি বিরোধীতার অঙ্গ হিসেবে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। কিন্তু তৃণমূলের পক্ষ থেকে এই রকম কর্মসূচি পালন করা হলেও, তার একটিতেও উপস্থিত থাকতে দেখা যায়নি এই তন্ময় রায়কে। তবে দলের এই কর্মসূচিতে অনুপস্থিত থাকার কারণ হিসেবে অবশ্য নিজের অসুস্থতাকে তুলে ধরেছেন তিনি। কিন্তু দীর্ঘদিন ধরে লালগড়ের যুব সংগঠন সামনে আসা এই তন্ময় রায় মুখে যে কথাই বলুন না কেন, তাকে সরিয়ে দেওয়ার কথা নানা মহলে ভেসে আসতেই যে তিনি কিছুটা দল থেকে নিজেকে গুটিয়ে নিতে শুরু করেছেন, সেই ব্যাপারটি একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞদের কাছে।

অনেকে বলছেন, এই তন্ময় রায় শুভেন্দু অধিকারীর অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। প্রতিবছর 7 জানুয়ারি নেতাই দিবসে নেতাই শহীদ স্মৃতি রক্ষা কমিটির অনুষ্ঠানে আসেন শুভেন্দু অধিকারী। বর্তমানে দলের কোনো কর্মসূচিতে যোগ দিতে দেখা যাচ্ছে না শুভেন্দু অধিকারীকে। তবে গত 30 জুন রামগড়ের একটি বেসরকারি ক্লাবে হুল দিবসের অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন তিনি। আর সেখানেই শুভেন্দুবাবুর পেছনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় তন্ময় রায়কে। যার ফলে জল্পনা আরও বৃদ্ধি পেয়েছে, শুভেন্দু অধিকারীর অনুষ্ঠানে উপস্থিত থাকলেও, কেন দলের অন্যান্য কর্মসূচিতে যোগ দিচ্ছেন না তিনি?

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে জেলা যুব তৃনমূলের সভাপতি শান্তনু ঘোষ বলেন, “তন্ময়কে ফোন করে দলীয় সাংগঠনিক কর্মসূচিতে যোগ দিতে বলেছি। তারপরও উনি দলীয় কর্মসূচিতে যাচ্ছেন না বলে শুনেছি। অসুস্থতার খবর জানা নেই।” অন্যদিকে এই ব্যাপারে নেতাই কান্ডে গুলিতে জখম নয়ন সেন বলেন, “তন্ময়কে ব্লক যুব সভাপতির পদ থেকে সরানোয় খুব ক্ষুব্ধ গ্রামবাসীরা। শুভেন্দুদার মত তন্ময় আমাদের আপনজন। তন্ময় যেদিকে থাকবে, আমরাও সেদিকে থাকব।” অর্থ্যাৎ তন্ময় রায়কে সরিয়ে দেওয়ার গুঞ্জন ছড়িয়ে পড়তেই যে দলের অনেকে তার ব্যাপারে আপত্তি করতে শুরু করেছেন, তা নয়নবাবুর কথাতেই স্পষ্ট বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

কিন্তু সত্যি সত্যিই কি তন্ময় রায়কে সরিয়ে দেওয়া হচ্ছে? এদিন এই প্রসঙ্গে ছত্রধর মাহাতো বলেন, “তন্ময় ইদানিং সভা মিছিলে আসছেন না। নেতাইয়ের লোকজন অনেক কিছু পেয়েছেন। দলীয় কর্মসূচিতে তাদের যোগ দেওয়া উচিত।” তবে বর্তমানে তন্ময়বাবুকে সরিয়ে যে প্রশান্ত রাউতকে দায়িত্ব দেওয়া নিয়ে কথা শোনা যাচ্ছে, এদিন এই প্রসঙ্গে সেই প্রশান্তবাবু বলেন, “ব্লকের যুবর কাজ আপাতত আমিই দেখছি। কে ব্লক সভাপতি হবে, সেই বিষয়ে দলনেত্রী চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন।” সব মিলিয়ে এবার তন্ময় রায়ের রাজনৈতিক ভবিষ্যৎ কি হয়, তিনি কি সিদ্ধান্ত গ্রহণ করেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!