এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > টলি তারকা অভিনেত্রী দল ছাড়ার পরেই ফুঁসে উঠলেন বিজেপির হেভিওয়েটরা, চলল নানান কটাক্ষ

টলি তারকা অভিনেত্রী দল ছাড়ার পরেই ফুঁসে উঠলেন বিজেপির হেভিওয়েটরা, চলল নানান কটাক্ষ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – একুশের বিধানসভা নির্বাচনের পর থেকেই গেরুয়া শিবিরে ভাঙনের পর্ব শুরু হয়েছে। মুকুল রায় থেকে একাধিক রাজনৈতিক নেতা ইতিমধ্যেই বিজেপি ছেড়ে দিয়েছেন। আর আজকে গেরুয়া শিবিরের তারকা মুখ শ্রাবন্তী চট্টোপাধ্যায় রীতিমতো টুইটারে ঘোষণা করে দল ছেড়ে দিলেন। শ্রাবন্তীর দল ছেড়ে দেওয়ার পর আরো একবার তাঁকে তীব্র কটাক্ষ করলেন প্রাক্তন বিজেপি সভাপতি তথাগত রায়। প্রথম থেকেই তথাগত রায় একুশের বিধানসভা নির্বাচনে এইসব তারকা প্রার্থীদের বিরুদ্ধে ছিলেন। এমনকি শ্রাবন্তী সহ অনেককেই তিনি নগরের নটী বলে বিতর্ক তৈরি করেছিলেন। আজকে যখন শ্রাবন্তী বিজেপি ছেড়ে দিলেন, তখনও সেই বিজেপির বিরুদ্ধে আরও একবার ফুঁসে উঠলেন তথাগত রায়।

তৃণমূল ঘনিষ্ঠ শ্রাবন্তী চট্টোপাধ্যায় একুশের বিধানসভা নির্বাচনের আগে গেরুয়া শিবিরে যোগ দেন। এমনকি বিজেপির তরফ থেকে টলি তারকা শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে বেহালা পশ্চিম কেন্দ্রে পার্থ চট্টোপাধ্যায়ের মতন হেভিওয়েট তৃণমূল নেতার বিরুদ্ধে টিকিট দেয়। আর এই নিয়েই নিজের ক্ষোভ ব্যক্ত করেন তথাগত রায়। যদিও সেসময় তথাগত রায়ের বক্তব্যকে গেরুয়া শিবির সেভাবে গুরুত্ব দেয়নি। এমনকি শ্রাবন্তী চট্টোপাধ্যায় প্রচারে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে পর্যন্ত দেখা গিয়েছে। কিন্তু তা সত্ত্বেও শ্রাবন্তী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে বিপুল ভোটে পরাজিত হয়। কিন্তু তারপর থেকে অবশ্য বিজেপির কোনো কর্মসূচিতে শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে আর দেখা যায়নি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে বৃহস্পতিবার বিজেপি ছাড়ার কথা জানিয়ে দিলে শ্রাবন্তী চট্টোপাধ্যায়। আর ঠিক তার পরেই শ্রাবন্তী চট্টোপাধ্যায়কে গেরুয়া শিবিরের একাধিক নেতা তীব্র কটাক্ষ করতে শুরু করেন। শ্রাবন্তীকে কটাক্ষ করে বিজেপি নেতা অনুপম হাজরা ফেসবুকে রীতিমতো বঙ্কিম ভঙ্গিতে বলেন শ্রাবন্তীর বিজেপি ছেড়ে দেওয়ায় সংগঠনের ভয়ানক ক্ষতি হয়ে গেল। অন্যদিকে রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, শ্রাবন্তী চট্টোপাধ্যায় বিজেপি ছাড়লে তার কোনো প্রভাব পড়বে না দলের ওপর।

কারণ বিজেপি সংগঠন ভিত্তিক দল। তথাগত রায় শ্রাবন্তীর চলে যাওয়াকে ঘাড় থেকে ভূত নামার সাথে তুলনা করেন। প্রসঙ্গত, বিজেপি ছাড়ার এই ঘটনা নতুন কিছু নয়। বিধানসভা নির্বাচনের পর থেকে অনেকেই বিজেপি ছেড়ে দিয়েছেন। কেউ তৃণমূলে যোগ দিয়েছেন, কেউ আবার তৃণমূলে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছেন। আর সেই দলে শ্রাবন্তী চট্টোপাধ্যায় এবার যুক্ত হলেন। আপাতত তৃণমূলের পক্ষ থেকে শ্রাবন্তী চট্টোপাধ্যায়ের জন্য দরজা খোলা হয় কিনা, সেটাই এখন দেখার।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!