‘গগনে গরজে মেঘ, ঘন বরষা’ আজ কেমন থাকবে আবহাওয়ার হালচাল? আসুন জেনে নিন অন্যান্য আবহাওয়া July 4, 2021 প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বেশ কিছুদিন ধরেই প্রবল বর্ষণ চলছে রাজ্যজুড়ে। দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গে বৃষ্টির দাপট বেশি। উত্তরবঙ্গের বেশকিছু নদীতে জলস্তর বেড়ে গেছে। পাহাড়ি অঞ্চলে ধ্বস নেমেছে। যার ফলে সমস্যায় পড়েছেন বহু মানুষ। নিচু এলাকার বাসিন্দাদের অন্যত্র সরিয়ে নিয়ে যাওয়ার কাজ শুরু হয়েছে। এদিকে আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, উত্তরবঙ্গে আজ ও আগামীকাল দুদিন পরে বজ্রবিদ্যুৎ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবার সেই সঙ্গে আজ কলকাতায়ও মাঝারি থেকে ভারী বৃষ্টি দেখা যেতে পারে। আজ সকাল থেকেই কলকাতায় বৃষ্টি দেখা গেছে। আবহাওয়া দপ্তর থেকে জানানো হয়েছে যে, আজ সারাদিন আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনা রয়েছে কলকাতায়। সারাদিন ধরে বিক্ষিপ্ত বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি হলেও জলীয় বাষ্প জনিত আদ্রতা থাকার কারণে অস্বস্তি থেকে রেহাই মিলবে না। আজ কলকাতার বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ রয়েছে ৯৪%। আবার কলকাতার সঙ্গে সঙ্গে আজ দক্ষিণবঙ্গের বেশকিছু জেলাতেও মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - আজ উত্তরবঙ্গে মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা। আজ ও আগামীকাল দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার,কালিম্পঙ জেলায় চলবে মাঝারি থেকে ভারি বৃষ্টি। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনাও আছে। দার্জিলিংয়ে ধস নামার সম্ভাবনা আছে। বেশ কিছু জেলার নদীর জলের পরিমাণ বৃদ্ধি পেয়ে বন্যার পরিস্থিতি তৈরি হতে পারে। এছাড়া গাঙ্গেয় পশ্চিমবঙ্গের বেশকিছু জেলায় মাঝারি থেকে ভারি বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে যে, সম্প্রতি রাজস্থান থেকে নাগাল্যান্ড পর্যন্ত একটি বিস্তৃত নিম্নচাপ অক্ষরেখা তৈরি হয়েছে। এই অক্ষরেখা বিহার হয়ে উত্তরবঙ্গের ওপর দিয়ে চলে গেছে। এর ফলে রাজ্যে ব্যাপক পরিমাণে জলীয় বাষ্পের আনাগোনা। যার ফলে চলছে এই ভারী থেকে অতি ভারী বৃষ্টি। শুধু পশ্চিমবঙ্গই নয় বিহার, আসাম, মেঘালয়, মনিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশেও মাঝারি থেকে ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আপনার মতামত জানান -