এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > উদ্বেগ বাড়িয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ! আশঙ্কায় স্বাস্থ্য দপ্তর

উদ্বেগ বাড়িয়ে ব্যারাকপুর শিল্পাঞ্চলে দ্রুত ছড়াচ্ছে সংক্রমণ! আশঙ্কায় স্বাস্থ্য দপ্তর


ভারতবর্ষের অন্যান্য রাজ্যে প্রথম দিকে করোনা ভয়াবহতা চরম পরিমাণের শুরু হয়েছিল। তবে দীর্ঘ লকডাউনের ফলে বিভিন্ন রাজ্যে সেই প্রবণতা কমতে শুরু করেছে। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রথমদিকে পশ্চিমবঙ্গে এই করোনা ভাইরাসের দাপট কম লক্ষ্য করা গেলেও, এবার এরাজ্যে বাড়ছে সেই ভাইরাসের আনাগোনা। ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের বেশ কিছু জায়গা হটস্পট বলে চিহ্নিত করে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পাঠানো হয়েছে প্রতিনিধি দল। যারা সেই জায়গাগুলো পরিদর্শন করছেন। আর এহেন একটা পরিস্থিতিতে এবার করোনা আক্রান্তের সন্ধান পাওয়া গেল ব্যারাকপুর শিল্পাঞ্চলে। সূত্রের খবর, শনিবার ব্যারাকপুর শিল্পাঞ্চলে একদিনে দুজন ব্যক্তির আক্রান্ত হওয়ার খবর সামনে আসে। যার মধ্যে একজন পানিহাটির এবং অপরজন ব্যারাকপুরের বাসিন্দা বলে খবর। ইতিমধ্যেই 2 আক্রান্তকে করোনা হাসপাতালে পাঠানো হয়েছে।

পাশাপাশি তাদের পরিবারের সদস্যদেরও রাখা হয়েছে কোয়ারেন্টাইনে। পৌরসভার পক্ষ থেকে সিল করে দেওয়া হয়েছে গোটা এলাকা। যাতে এই আক্রান্ত ব্যক্তিদের পরিবারের তরফ থেকে কারও শরীরে সংক্রমণ ছড়িয়ে না পড়ে, তার জন্য কাউকে বের হতে মানা করে দেওয়া হয়েছে। জানা গেছে, ব্যারাকপুর শিল্পাঞ্চলে কাজ করা ঘোলা বাসস্ট্যান্ড এলাকার বাসিন্দা প্রাক্তন পুলিশকর্মী। গত কয়েকদিন ধরে তিনি জ্বরে ভুগতে শুরু করেছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বৃহস্পতিবার পানিহাটি স্টেট জেনারেল হাসপাতালে তাকে নিয়ে গিয়ে তার লালা রসের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষা কেন্দ্রে পাঠানো হয়। আর এরপরই শুক্রবার তার শ্বাসকষ্ট শুরু হলে ব্যারাকপুরের বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় ওই বৃদ্ধকে। জানা যায়, শনিবার তার করোনা পজিটিভ রিপোর্ট আসে। অন্যদিকে ব্যারাকপুরের শিবতলা এলাকার 80 বছরের বৃদ্ধর বেশ কিছুদিন ধরেই বাইপাসের ধারে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা চলছিল।

গত বৃহস্পতিবার সেখানে তার লালারসের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হলে শনিবার সকালে করোনা পজিটিভ রিপোর্ট আসে। আর এরপরই তীব্র চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। একই দিনে ব্যারাকপুর শিল্পাঞ্চল থেকে দুই ব্যক্তির করোনা পজেটিভ রিপোর্ট সামনে আসায় আতঙ্ক বাড়তে শুরু করেছে এলাকায়।

কোনোভাবেই যাতে এই আক্রান্তদের সংস্পর্শে আসা ব্যক্তিদের থেকে আবার কোনো মানুষ সংক্রমিত না হয়, তার জন্য এলাকা সিল করে দেওয়ার মত সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। তবে যখন গোটা ভারতবর্ষে দিনকে দিন করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা কমতে শুরু করেছে, তখন বাংলায় তা ক্রমশ ঊর্ধ্বমুখী হওয়ায় এখন চিন্তা বাড়ছে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!