এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > মুখভার পুজোর কলকাতার – ‘ডেঙ্গুতে’ অকালে প্রাণ হারালেন ১৪ বছরের কিশোরী

মুখভার পুজোর কলকাতার – ‘ডেঙ্গুতে’ অকালে প্রাণ হারালেন ১৪ বছরের কিশোরী


রাজ্যজুড়ে বাড়ছে ডেঙ্গুর প্রভাব – এতদিন এই দাবি ছিল রাজ্যের বিরোধী দলগুলির। কিন্তু, প্রশাসন ছিল মানতে নারাজ – ‘ডেঙ্গু’ নয়, ‘অজানা জ্বরই’ মৃত্যুর কারণ – সরকারি বিবৃতি ছিল এরকমই। কিন্তু যখন আপামর বঙ্গবাসী ব্যস্ত শারোদৎসবের আবহে তখন খোদ কলকাতার বুকে বছর ১৪ এর কিশোরীকে ‘ডেঙ্গুতে’ প্রাণ হারাতে হল।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

বেলঘরিয়ার ১৪ এর কিশোরী অমৃতা সিং মারা গেলেন ডেঙ্গুতে। অন্তত তাঁর ‘ডেথ সার্টিফিকেট’ সেই তথ্যই দিচ্ছে। আর তারফলে শুরু হয়ে গেছে তীব্র বিতর্ক। বিরোধীরা তীব্র আক্রমন শুরু করেছেন রাজ্য সরকারকে, স্থানীয় মহলে কান পাতলে শোনা যাচ্ছে কিছুদিন আগেই মুসকান খাতুন নামে ১৩ বছরের এক কিশোরী ওই একই এলাকায় প্রাণ হারান। তাঁরও মৃত্যুর কারণ ‘ডেঙ্গু’ বলেই দাবি স্থানীয়স্তরে।

সবমিলিয়ে, রাজ্যজুড়ে একদিকে যখন উৎসবের পরিবেশ – অন্যদিকে তখন ক্রমশ জেঁকে বসছে ডেঙ্গু আতঙ্ক। নাম প্রকাশে অনিচ্ছুক এক স্থানীয় বিজেপি নেতার বক্তব্য, যে কোন মৃত্যুই দুঃখের। আমরা মৃত্যু নিয়ে কোন রাজনীতি করছি না, করতে চাইও না। কিন্তু, ডেঙ্গুতে মৃত্যুর মিছিল চলছেই। মুসকান খাতুন(১৩) অষ্টম শ্রেনীর ছাত্রী ছিল, গতকাল আরো এক বলি অমৃতা সিং(১৪) নবম শ্রেনীর ছাত্রী। প্রশাসন দায় এড়াতে পারে কি? ডেঙ্গু রুখতে প্রশাসন সত্যিই কি কাজ করেছে? জনগণকে উত্তর দেওয়ার সময় এসে গেছে কিন্তু!

মৃত অমৃতা সিংয়ের ‘ডেথ-সার্টিফিকেট’, যেখানে মৃত্যুর কারিনা হিসাবে ‘ডেঙ্গুর’ কথা স্পষ্ট লিখেছেন চিকিৎসক।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!