এখন পড়ছেন
হোম > অন্যান্য > প্রাণঘাতী, বিষাক্ত ছত্রাকের সন্ধান হাসপাতালে, ওষুধের কার্যকারিতাকে যা সহজেই রুখে দিতে পারে

প্রাণঘাতী, বিষাক্ত ছত্রাকের সন্ধান হাসপাতালে, ওষুধের কার্যকারিতাকে যা সহজেই রুখে দিতে পারে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি মার্কিন যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির দুটি হাসপাতাল ও একটি নার্সিং হোমে বিষাক্ত ছত্রাক ক্যানডিডা অরিসের সন্ধান পাওয়া গেছে। চিকিৎসক ও বিজ্ঞানীদের মতে, এই ছত্রাক প্রচন্ড সংক্রামক ও প্রাণঘাতী। একজন মানুষের থেকে বহু মানুষের দেহে দ্রুত ছড়িয়ে পড়ে। রক্তের মাধ্যমে সারাদেহে যার সংক্রমণ ঘটে। যা থেকে মৃত্যু ঘটাও অসম্ভব নয়। এন্টিফাঙ্গাল ওষুধের কার্যকারিতাপর্যন্ত রুখে দিতে পারে এই ছত্রাক। তাই এ বিষয়ে বিশেষভাবে সতর্ক করেছেন চিকিৎসক ও বিজ্ঞানীরা।

ইউএসএ সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন বা সিডিসির পক্ষ থেকে জানানো হয়েছে যে, ক্যানডিডা অরিস ছত্রাক সংক্রামিত হলে তিনজনের মধ্যে কমপক্ষে একজন মানুষের মৃত্যু ঘটবে। এই ছত্রাক মাল্টিড্রাগ প্রতিরোধ করতে পারে। এন্টিফাঙ্গাল ওষুধকে খুব সহজে রুখে দিতে পারে এই ছত্রাক। এর সংক্রমণকে শনাক্ত করাও সহজ ব্যাপার নয়। অনেক সময়ই সংক্রমণ শনাক্ত করতে অনেক দেরি হয়ে যায়। যার ফলে রোগীকে সুস্থ করা বা তাকে বাঁচানো কঠিন হয়ে যায় চিকিৎসকের পক্ষে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

চিকিৎসক ও বিজ্ঞানীরা জানিয়েছেন যে, ক্যানডিডা অরিসের সংক্রমণ চিহ্নিত করা সহজ ব্যাপার নয়। এর উপসর্গ হলো জ্বর ও সাধারণ সর্দি-কাশি। তবে এই ধরনের সমস্যা দীর্ঘদিন ধরে থেকে গেলে। অ্যান্টিবায়োটিক দিয়ে চিকিৎসার পরও সমস্যার সমাধান না হলে। সে ক্ষেত্রে ক্যানডিডা অরিসের সংক্রমনের আশংকা রয়েছে। এই ছত্রাক সংক্রামিত হলে তা নিঃশ্বাস প্রশ্বাস, রক্তের মাধ্যমে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র ও বিভিন্ন গুরুত্বপূর্ণ অঙ্গে দ্রুত ছড়িয়ে পড়ে। অনেক ক্ষেত্রেই যাকে রোখা অসম্ভব। কারণ এটি ওষুধ প্রতিরোধী ছত্রাক।

সম্প্রতি, দেখা গেছে তিনটি এন্টিফাঙ্গাল ওষুধের কার্যকারিতাকে একদম ব্যর্থ করে দিয়েছে ক্যানডিডা অরিস। ওয়াশিংটন ডিসি হাসপাতালে ২২ জন মানুষ এই ছত্রাক আক্রান্ত হয় ভর্তি হয়েছেন। খুব দ্রুত একজন মানুষের দেহ থেকে আরেকজন মানুষের মধ্যে ছড়িয়ে পড়ে এই ছত্রাক। কিভাবে একে প্রতিরোধ করা যায়? সে বিষয়ে গবেষণা শুরু করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীরা জানিয়েছেন, এই ধরনের ছত্রাকের সংক্রমণ রোধ করা কঠিন হয়ে পড়ছে। এই প্রাণঘাতী বিষাক্ত ছত্রাকের সঙ্গে তাঁরা পূর্ব পরিচিত নন, যা ওষুধের কার্যকারিতাকে সহজেই রুখে দিতে পারে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!