এখন পড়ছেন
হোম > রাজ্য > পঞ্চায়েতের আগে প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেপ্তার দাপুটে বিজেপিনেতা

পঞ্চায়েতের আগে প্রতারণার অভিযোগে হাওড়ায় গ্রেপ্তার দাপুটে বিজেপিনেতা

পঞ্চায়েত নির্বাচনের আগে হাওড়ার দাপুটে বিজেপি নেতা তারানাথ মুখোপাধ্যায় প্রতারণার অভিযোগে বালিতে গ্রেফতার হলেন ।তাঁর বিরুদ্ধে রয়েছে একাধিক প্রতারণার অভিযোগ।একটি বেসরকারি ব্যাঙ্ক থেকে মোটা অঙ্কের টাকা ধার নিয়ে শোধ করতে না পারার কারণে মামলা করায় রবিবার বালি থানা থেকে তাকে গ্রেফতার করা হয়।এমনটাই জানা গেছে বালি থানা সূত্রে।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

হাওড়া জেলা বিজেপি হেলথ ওয়েলফেয়ার কমিটির উপদেষ্টা হিসাবে দায়িত্বপ্রাপ্ত ছিলেন তিনি,এমনটাই তথ্য পাওয়া গেছে।তবে বিজেপি শিবির বলছে, যে তিনি এরকম কোনো পদে নেই। হাওড়া সদর বিজেপির সভাপতি সুরজিৎ সাহার বক্তব্য,তারানাথবাবু দলের একজন সাধারণ কর্মী।কোনো পদে তিনি ছিলেনই না।তাঁর বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে প্রয়োজনে তদন্ত করা হবে।অন্যদিকে,বালি থানা সূত্রের খবর থেকে জানা যাচ্ছে,ওনার বিরুদ্ধে আদালতের গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছিলো।তাই তাকে পুলিশ গ্রেফতার করেছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!