এখন পড়ছেন
হোম > রাজ্য > মালদা-মুর্শিদাবাদ-বীরভূম > অধীর-গড়ে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জিতেও এবার নির্বিঘ্নে বোর্ড-গঠনই প্রধান চ্যালেঞ্জ শাসকদলের

অধীর-গড়ে বিনা-প্রতিদ্বন্দ্বিতায় জিতেও এবার নির্বিঘ্নে বোর্ড-গঠনই প্রধান চ্যালেঞ্জ শাসকদলের


পঞ্চায়েতের বোর্ড গঠনে সারা রাজ্যে হামলা এবং বিশৃঙ্খলার অভিযোগ ছড়ালেও ব্যাতিক্রম ছিল মুর্শিদাবাদ জেলা। কিন্তু এবারে শান্ত জেলায় বিনাপ্রতিন্দ্বন্দ্বিতায় জয়ী আসনগুলিতে বোর্ড গঠনে অশান্তির ভ্রুকুটি দেখছেন অনেকেই। সূত্রের খবর, আগামী 14 সেপ্টেম্বর 45 টি, 17 সেপ্টেম্বর 52 টি, 18 সেপ্টেম্বর 36 টি, 19 সেপ্টেম্বর 46 টি,এবং 20 সেপ্টেম্বর 30 টি গ্রাম পঞ্চায়েতের প্রধান এবং উপপ্রধান নির্বাচিত হবে।

 পাশাপাশি 20 এবং 24 সেপ্টেম্বর 6 টি ও 25 এবং 26 সেপ্টেম্বর 7 টি পঞ্চায়েত সমিতির সভাপতি ও সহ সভাপতি নির্বাচিত হবে এই মুর্শিদাবাদ জেলায়। অন্যদিকে জেলাপরিষদের বোর্ড গঠন হবে আগামী 27 সেপ্টেম্বর।  জানা গেছে, একদা অধীর গড়ের সিংহভাগ আসনেই এবার থাবা বসিয়েছে শাসকদল তৃনমূল কংগ্রেস। তাই কে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যাবস্থার সভাপতি বা সহ সভাপতি পদে বসবেন তা নিয়ে দলীয় স্তরেই শুরু হয়েছে দড়িটানাটানি। আর এতেই জেলার বোর্ড গঠনে শাসক বনাম শাসকের গন্ডগোলের আশঙ্কা করছেন অনেকে।

তবে এই গন্ডগোলের কথা সম্পূর্নরুপে উড়িয়ে দিয়ে মুর্শিদাবাদ জেলা তৃনমূলের মুখপাত্র অশোক দাস বলেন, “পঞ্চায়েতের পদাধিকারী কে হবেন তা ব্লক সভাপতি এবং দলের জয়ী সদস্যরা মিলে ঠিক করবেন। আর পঞ্চায়েত সমিতি আর জেলাপরিষদের মাথায় কে বসবেন তা দবের শীর্ষনেতৃত্ব নির্ধারন করবে। সব মিলিয়ে বোর্ড গঠন শান্তিতেই হবে।”

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

তবে শাসকদলের তরফে বোর্ড গঠনে শান্তির তত্ব খাড়া করা হলেও কোনোরুপ ঝুকি নিতে নারাজ জেলা প্রশাসন। “সুষ্ঠুভাবে বোর্ড গড়তে সব পদক্ষেপই নেওয়া হবে”- বলে এদিন জানা মুর্শিদাবাদের জেলাশাসক পি উলাগানাথান। রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, এই জেলায় এবার বিরোধী বলতে প্রায় কেউই নেই। তাই বোর্ড গঠনে যদি গন্ডগোল হয় তাহলে অভিযোগ আসবে সেই শাসকের দিকেই।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!