এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > Big Breking রাজীবের ইস্তফা নিয়ে মুখ খুললেন শুভেন্দু!

Big Breking রাজীবের ইস্তফা নিয়ে মুখ খুললেন শুভেন্দু!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – তিনি তৃণমূল কংগ্রেস ত্যাগ করার পর সবথেকে বেশি জল্পনা যাকে নিয়ে শুরু হয়েছিল, তার নাম রাজীব বন্দ্যোপাধ্যায়। অনেকে দাবি করতে শুরু করেছিলেন, শুভেন্দু অধিকারীর অঙ্গুলিহেলনে রাজীব বন্দ্যোপাধ্যায় দলের বিরুদ্ধে বেসুরো মন্তব্য করতে শুরু করেছেন। আর শুভেন্দু অধিকারী যেভাবে দলের সঙ্গে দূরত্ব বাড়ানোর প্রথম মুহূর্তে মন্ত্রী পদ থেকে ইস্তফা দিয়েছিলেন, সেই একই কায়দায় আজ রাজ্য মন্ত্রিসভার সদস্য পদ থেকে ইস্তফা দিতে দেখা গেল রাজীব বন্দ্যোপাধ্যায়কে।

যার পরবর্তী সময়কালে তাকে নিয়ে জল্পনা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করেছে। অনেকেই বলছেন, শুভেন্দু অধিকারী যেভাবে দলত্যাগ করেছিলেন, ঠিক একই রাস্তায় হাঁটতে শুরু করবেন রাজীব বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই এই ব্যাপারে তৃণমূল সহ অন্যান্য বিরোধী রাজনৈতিক দলগুলোর পক্ষ থেকে প্রতিক্রিয়া মিলেছে। আর এবার এই বিষয়ে মন্তব্য করলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন নেতা তথা বর্তমান বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। যেখানে নিজের মন্তব্যের মধ্যে দিয়ে তৃণমূলকে কড়া ভাষায় আক্রমণ করতে দেখা গেলেও অধিকারী পরিবারের মেজো ছেলেকে।

সূত্রের খবর, এদিন রাজীব বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রীপদ থেকে ইস্তফা দেওয়া প্রসঙ্গে মন্তব্য করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, “আমার তো খুব ভাল লাগছে। দেখ তৃনমূল কেমন লাগে। ভোট ঘোষণার আগে পর্যন্ত এবার দেখতে পাবেন। রাজীব বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আমাদের পারিবারিক সম্পর্ক রয়েছে। ওর মেরুদন্ড সোজা। বিরাট তালিকা আছে। দিলীপদা তো রোজ জয়েন করাচ্ছেন।” স্বাভাবিকভাবেই তার প্রাক্তন দলের একজন নেতা তথা মন্ত্রী নিজের পদ থেকে ইস্তফা দেওয়ায় শুভেন্দুবাবু যে অত্যন্ত খুশি, তা বলার অপেক্ষা রাখে না।

একাংশ বলছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করার পর তার প্রধান টার্গেট হয়ে দাঁড়িয়েছে তৃণমূল কংগ্রেসের ঘর ভাঙ্গা। আর সেই কাজটাই এখন করার চেষ্টা করছেন শুভেন্দুবাবু। আর তার মাঝেই যেভাবে রাজীব বন্দ্যোপাধ্যায় মন্ত্রীপদ থেকে ইস্তফা দিলেন, তাতে যে তিনি তৃণমূলকে আক্রমণ করার বড়সড় সুযোগ পেয়ে গেলেন, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অনেকে বলতে শুরু করেছেন, শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগদানের পর তৃণমূলের ব্যাপক ভাঙ্গন ধরবে বলে আশঙ্কা করা হয়েছিল। যদিও বা প্রথম থেকেই তাতে গুরুত্ব দিতে চায়নি শাসকদল। কিন্তু পরিস্থিতি যেদিকে এগিয়ে যেতে শুরু করেছে, তাতে তৃণমূলের অস্বস্তি ক্রমশ বাড়ছে। শুভেন্দু অধিকারী, লক্ষ্মীরতন শুক্লার পর এবার রাজীব বন্দ্যোপাধ্যায়ের মত হেভিওয়েট মন্ত্রী যেভাবে পদ থেকে ইস্তফা দিলেন, তাতে ঘাসফুল শিবিরের চিন্তা প্রবলভাবে বৃদ্ধি পেতে শুরু করেছে। মুখে তৃণমূল নেতারা এই গোটা ঘটনাকে গুরুত্ব দিতে না চাইলেও, পরিস্থিতি যে তাদের কাছে অত্যন্ত চাপের, তা বলার অপেক্ষা রাখে না।

আর এই পরিস্থিতিতে শুভেন্দু অধিকারীর পক্ষ থেকে তৃণমূলকে কটাক্ষ গেরুয়া শিবিরের অস্বস্তি আরও বাড়িয়ে দেবে বলেই মত বিশেষজ্ঞদের। তবে শুভেন্দু অধিকারী মুখে রাজীব বন্দ্যোপাধ্যায়ের এই উদ্যোগকে সমর্থন জানালেও, সেই রাজীব বন্দ্যোপাধ্যায়কে তিনি কি আবার বিজেপিতে নিয়ে আসতে উদ্যোগী হবেন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!