এখন পড়ছেন
হোম > রাজ্য > ফের মানবিকতার নজির গড়লেন শুভেন্দু

ফের মানবিকতার নজির গড়লেন শুভেন্দু

‘‘প্রত্যেক জন প্রতিনিধি যদি এমন মানবিক হন, তাহলে সত্যি জনসাধারণ অনেক বেশি উপকৃত হতে পারেন”,শুভেন্দু অধিকারীর প্রতি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে জানালেন সস্ত্রীক শচিন আম্মান্না।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে,গত রবিবার রাতে কলকাতা থেকে স্ত্রীয়ের সঙ্গে গাড়িতে করে দিঘা যাচ্ছিলেন শচিন আম্মান্না।কিন্তু বৃষ্টির কারণে দইসাহি এলাকায় নন্দকুমার-দীঘা ১১৬ বি জাতীয় সড়কের কাছে একটি বাঁক থেকে গাড়িটি ঘুরতে গিয়ে হটাৎ পাশের জমিতে নেমে যায়।অন্ধকারাচ্ছন্ন পরিস্থিতিতে অত্যন্ত আর্তনাদের সঙ্গে চিৎকার করে সাহায্যের প্রার্থনা করে ওই দম্পতি।সেই সময় নিজের কনভয় করে ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারী।চিৎকার শুনে তিনি গাড়ি থামিয়ে তাদের সাহায্যের জন্য জমির দিকে এগিয়ে যান।তার সঙ্গে থাকা পুলিশ কর্মীদের সাহায্যে দম্পত্তির গাড়িটিকে রাস্তায় তোলা হয়।
প্রসঙ্গত এর আগেও অনেকবার বিপদের সময় পাশে দাঁড়াতে দেখেছে সাধারণ মানুষ।কয়েকদিন আগেই মহিষাদলে দুর্ঘটনাগ্রস্ত এক ব্যক্তিকে নিজের কনভয়ে চাপিয়ে তমলুক হাসপাতালে পৌঁছে দিয়েছিলেন তিনি।এর আগেও অচেনা পথচারী থেকে শুরু করে চেনা মানুষ সকলের জন্য সাহায্যের হাত বাড়িয়ে তিনি মানবিকতার নজির গড়েছেন।এই বিষয়ে তিনি বলেছেন,‘‘একজন মানুষ হিসেবে আরেকজনের বিপদে পাশে দাঁড়ানোটা সকলেরই কর্তব্যের মধ্যে পড়ে৷ আমি সেটুকুই করেছি৷’’
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!