যাত্রীবাহী চলন্ত ট্রেনে আগুন, রাজ্য December 11, 2017 আগুন লাগার ঘটনাকে কেন্দ্র করে প্রচন্ড অস্থিরতা সৃষ্টি হয়েছিল যাত্রীবাহী চলন্ত ট্রেনে। সোমবার বর্ধমান জেলার অদূরে বেলমুড়ি স্টেশনে সকাল ৮ টা ২২ মিনিট নাগাদ আপ হাওড়া-বর্ধমান লোকাল বেলমুড়ি স্টেশনে ঢোকার সময় কিছু যাত্রী দেখে ট্রেনের প্যান্ট্যোগ্রাফে আগুন জ্বলছে৷ যাত্রীদের কাছ থেকে সংবাদ পাবার সাথে সাথেই ট্রেনটিকে থামানো হয় এবং খবর পাবার কিছুক্ষনের মধ্যে আগুন নিয়ন্ত্রণের জন্য রেল পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়।ঐদিন ঘটনার জেরে প্রায় ৩০ মিনিটের মতো ওই রুটের ট্রেন চলাচল বন্ধ ছিল। প্রাথমিক ভাবে রেলকর্তাদের অনুমান শর্ট সার্কিট জনিত কারণেই এই আগুন লাগতে পারে। রেলকর্তাদের পক্ষ থেকে আগুন লাগার প্রকৃত কারণ খতিয়ে দেখা হচ্ছে।এই ঘটনাকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে যথেষ্ট উত্তেজনা সঞ্চার হয়েছে। . আপনার মতামত জানান -