এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > উলুবেড়িয়া উপনির্বাচন: কে হতে চলেছেন বিজেপি প্রার্থী?

উলুবেড়িয়া উপনির্বাচন: কে হতে চলেছেন বিজেপি প্রার্থী?

উলুবেড়িয়া লোকসভা উপনির্বাচনের দিনক্ষণ নির্বাচন কমিশন ঘোষণা করে দিতেই রাজ্য-রাজনীতিতে তীব্র কৌতূহল সৃষ্টি হয়েছে কে হতে চলেছেন বিজেপির প্রার্থী। তৃণমূল সাংসদ সুলতান আহমেদের মৃত্যুতে উলুবেড়িয়াতে উপনির্বাচন হতে চলেছে। যেহেতু এই কেন্দ্রে প্রায় ৩৭ শতাংশ সংখ্যালঘু ভোট রয়েছে, তাই অনেক রাজনৈতিক বিশেষজ্ঞের ধারণা এই কেন্দ্রে কোনো সংখ্যালঘু মুখকে প্রার্থী করতে পারে বিজেপি। কিন্তু সূত্রের খবর, কিছুদিন আগেই রাজ্যে নিজের সফরকালে সঙ্ঘ প্রধান মোহন ভাগবত দীর্ঘ সময় কাটান উলুবেড়িয়াতে এবং যেহেতু এখানে বেশ কিছু সংঘর্ষের এমন ঘটনা বিগত দিনে ঘটে গেছে যার রেশ এই নির্বাচনে পড়তে পারে তাই বিজেপির তরফ থেকে কোনো সংখ্যালঘু নয়, মেরুকরণের ফায়দা নেওয়ার লক্ষ্যে এক কট্টর হিন্দুত্ববাদী মুখকে উলুবেড়িয়ায় প্রার্থী করতে চাইছেন স্থানীয় বিজেপি নেতৃত্বের একাংশ। যদিও সংশ্লিষ্ট লোকসভা উপনির্বাচনে প্রার্থী কে হবেন তা এখনও চূড়ান্ত করেননি বিজেপির রাজ্য নেতৃত্ত্ব, আর স্থানীয় নেতৃত্ত্বের দাবির বিষয়টি আরএসএসের শীর্ষ মহলের অনুমোদন সাপেক্ষ বলেই জানা যাচ্ছে।
কিন্তু সংখ্যালঘু অধ্যুষিত এই আসনে বিজেপি কট্টর হিন্দুত্ববাদী মুখকে প্রার্থী করে কিভাবে সাফল্যের কথা ভাবছে। কলকাতার এক ওয়েব পোর্টালে প্রকাশিত খবর অনুযায়ী, উলুবেড়িয়া ভোটের দায়িত্বপ্রাপ্ত নেতা তথা বিজেপির রাজ্য সম্পাদক সায়ন্তন বসুর দাবি, উলুবেড়িয়া লোকসভার সবকটি বিধানসভা কেন্দ্রেই আমরা সুবিধাজনক জায়গায় রয়েছি। প্রতিটি ক্ষেত্রেই বিজেপির ভোট বাড়ার বিপুল সম্ভাবনা। এই প্রসঙ্গে ৩৭% সংখ্যালঘু ভোটার বিষয়ে তাঁর ব্যাখ্যা, উত্তরবঙ্গের বৈষ্ণবনগর বিধানসভায় ৪৮ শতাংশ সংখ্যালঘু ভোটার। তবু সেখানে বিজেপি প্রার্থী স্বাধীন সরকার বিপুল ভোটে জয়ী হয়েছিলেন। উলুবেড়িয়া কেন্দ্রেও একই রকমের ভোট বৃদ্ধি হবে। সব মিলিয়ে ভোটের দিন ঘোষণা হতেই জমজমাট উলুবেড়িয়া।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!