এখন পড়ছেন
হোম > রাজ্য > রাজ্যে সেচ ব্যাবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার

রাজ্যে সেচ ব্যাবস্থায় আমূল পরিবর্তন আনতে চলেছে রাজ্য সরকার


সময়ের সঙ্গে তাল মিলিয়ে রাজ্য এখন সকল ব্যবস্থাকে আধুনিকীকরণের পথে। এবারসেই পথে হেঁটে নদী ও বাঁধের জলস্তরের বিষয়ে সর্বক্ষণ নজর রাখতে রাজ্যের সেচ দপ্তর আধুনিক প্রযুক্তির সাহায্য নিচ্ছে ।মুখ্যমন্ত্রীর মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ অনুযায়ী রাজ্য সেচ দফতর তাই আধুনিক প্রযুক্তির সাহায্য নেবে নদী ও বাঁধের জলস্তরের সীমা জানাবার জন্য।মনুষ্যচালিত প্রযুক্তির পরিবর্তে এবার থেকে স্বয়ংক্রিয় প্রযুক্তিতে চলবে সেচ দফতর।এদিন সেচমন্ত্রী জানান,মুখ্যমন্ত্রীর নির্দেশ মেনে আধুনিক প্রযুক্তিতে নতুন ব্যারেজ এবং বাঁধ সংস্কার করা হবে।প্রথম পর্যায়ে ৩৫ বছরের পুরোনো তিস্তা ব্যারেজে নতুন এই ব্যবস্থাটি চালু করা হবে। তারপর যথাক্রমে দুর্গাপুর,তিলপাড়া ব্যারেজ,কংসাবতী এবং তিলপাড়া বাঁধেওএই ব্যবস্থা চালু করা হবে।
এই ব্যবস্থা অনুযায়ী উপগ্রহ-চিত্র, সিসিটিভি, সেন্সর সিস্টেম, রেডিও ফ্রিকোয়েন্সি প্রভৃতির দ্বারা বিভিন্ন  নদীর জলপ্রবাহের গতিপ্রকৃতি, ব্যারাজে জল ওঠানামার ছবি ও তথ্য উঠে আসবে কন্ট্রোল রুমের বিশাল পর্দায়।এছাড়া কোন নদীর পাড় কতটা ভেঙেছে তাও জানা যাবে কন্ট্রোল রুমে বসেই।পাশাপাশি ভিন্ন রাজ্য থেকে ছাড়া বাঁধের জলের পরিমাণ সঠিক ভাবে জানা যাবে এই প্রযুক্তির দ্বারা।ফলে সংকটকালীন পরিস্থিতিতে মোকাবিলা করতেও খুব সুবিধা হবে বলে মনে করা হচ্ছে।
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!