এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > ভারতী ঘোষের ইস্তফার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং

ভারতী ঘোষের ইস্তফার ব্যাপারে শেষ সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং


পশ্চিম মেদিনীপুরের প্রাক্তন পুলিশ সুপার ভারতী ঘোষ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন। এমনকি প্রকাশ্য জনসভায় মুখ্যমন্ত্রীকে তিনি ‘জঙ্গলমহলের মা’ বলে আখ্যা দেন, যা নিয়ে সেই সময় রীতিমত সরগরম হয়ে ওঠে রাজ্য-রাজনীতি। কিন্তু সবং উপনির্বাচন মিটতে না মিটতেই পশ্চিম মেদিনীপুরের পুলিশ সুপারের পদ থেকে তাঁকে ব্যারাকপুর কমিশনারেটের তিন নম্বর ব্যাটালিয়নের অত্যন্ত কম গুরুত্বপূর্ণ কমান্ডান্ট পদে বদলি করে দেয় রাজ্য সরকার। আর তিনি সেই নতুন দায়িত্ত্ব গ্রহণ না করে, রাজ্য পুলিশের ডিজি সুরজিৎ করপুরকায়স্থকে তিনি স্বেচ্ছাবসর চেয়ে চিঠি দিয়েছেন এবং সঙ্গে ৯০ দিনের ছুটিও চেয়ে নিয়েছেন।
কলকাতার এক সংবাদপত্রের দাবি, ভারতী ঘোষের স্বেচ্ছাবসরের আবেদন গৃহীত হবে কি না, সেব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং, আপাতত তাঁর ছুটির আবেদন মঞ্জুর হচ্ছে এবং তাঁকে ছুটিতেই পাঠানো হচ্ছে। ওই সংবাদপত্রের আরো দাবি, তাঁর পদত্যাগের চিঠি এখনই কেন্দ্রীয় সরকারকে পাঠানো হচ্ছে না, আর তা না হলে আদতে ভারতীদেবীর স্বেচ্ছাবসরই আটকে যাবে। যেহেতু মুখ্যমন্ত্রী নিজে এই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন তাই তাঁর ইস্তফাপত্র নিয়ে তড়িঘড়ি কোনও সিদ্ধান্ত নিতে চাইছে না প্রশাসন। তিনি আপাতত ছুটিতে যাওয়ায় পুলিসকর্তারা এখনই এই ফাইল নিয়ে এগচ্ছেন না, মুখ্যমন্ত্রী এই ব্যাপারে সিদ্ধান্ত নিলে তখন তা দিল্লির স্বরাষ্ট্রমন্ত্রককে জানানো হবে। যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই সংবাদপত্রে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এই খবরের সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই সংবাদপত্রে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!