এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে নাটাবাড়িতে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল! একযোগে বাম-বিজেপিকে বড়সড় ধাক্কা

রবীন্দ্রনাথ ঘোষের হাত ধরে নাটাবাড়িতে ঘুরে দাঁড়াচ্ছে তৃণমূল! একযোগে বাম-বিজেপিকে বড়সড় ধাক্কা


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – 2019 এর লোকসভা নির্বাচনের ফলাফল প্রকাশের পর দেখা গিয়েছিল, উত্তরবঙ্গের মাটি থেকে রাজ্যের শাসক দল তৃণমূল পুরোপুরি ধুয়ে মুছে নিশ্চিহ্ন হয়ে গেছে। সে জায়গায় ঘাঁটি গেড়েছে গেরুয়া শিবির। এবার সামনে আসছে 2021 এর বিধানসভা নির্বাচন। এই লড়াই তৃণমূলের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ লড়াই। আরো পাঁচ বছর রাজ্যে টিকে থাকার জন্য প্রয়োজন বিধানসভার মসনদ। আর তাই এবার দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ জুড়েও সাংগঠনিক কাজ শুরু করেছে তৃণমূল।

লকডাউনের শুরু থেকেই উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী তথা নাটাবাড়ি বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক রবীন্দ্রনাথ ঘোষ ক্রমাগত এলাকাবাসীদের জন্য কাজ করে চলেছেন বলে জানা যাচ্ছে। বিভিন্ন এলাকায় তিনি খাবার সরবরাহ করা থেকে শুরু করে বিভিন্নভাবে এলাকাবাসীদের সাহায্য করেছেন। আর তার ফলও মিলছে এবার হাতেনাতে। এদিন নাটাবাড়ি দুই নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে সিপিএম এবং বিজেপি ছেড়ে প্রায় 215 টি পরিবার তৃণমূল কংগ্রেসের যোগ দিয়েছে বলে খবর।

দলীয় পতাকা হাতে দিয়ে তাঁদের দলে স্বাগত জানিয়েছেন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ স্বয়ং। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের যোগ দিয়ে এদিন এলাকার চন্দন সিংহ নামক এক যুবক জানিয়েছেন, এতদিন পর্যন্ত বিভিন্ন ধর্মের মানুষ এলাকায় একসাথে বাস করেছে। কিন্তু সাম্প্রদায়িক রাজনীতির ফলে এলাকায় ক্রমাগত বিদ্বেষ তৈরি হচ্ছে। অন্যদিকে এলাকার মানুষদের পাশে দাঁড়ানোর জন্য মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষকে এদিন দলবদলকারীদের পক্ষ থেকে ভূয়সী প্রশংসা করা হয় বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষও এদিন জানিয়েছেন, লোকসভা নির্বাচনে এলাকার মানুষ ভুল করলেও সেই ভুল আর বিধানসভা নির্বাচনে রিপিট হবেনা। রাজ্যজুড়ে যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায় উন্নয়নের রাস্তায় সকলকে একসাথে নিয়ে চলার কথা ভাবছেন, তা দেখেই তৃণমূলে আবার মানুষ বিশ্বাস রাখতে শুরু করেছে বলে দাবী করেন তিনি। অন্যদিকে, উত্তরবঙ্গে ব্যাপক পরিমাণে দলবদল হলেও এ নিয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি গেরুয়া শিবির কিংবা বাম শিবির।

তবে বিশেষজ্ঞদের মতে, উত্তরবঙ্গের মাটিতে এতদিন পর্যন্ত গেরুয়া শিবিরের ঘাঁটি শক্ত থাকলেও আস্তে আস্তে কিন্তু তৃণমূল সেই ঘাঁটিতে ফাটল ধরাচ্ছে। তাই আত্মবিশ্বাসী না থেকে দক্ষিণবঙ্গের সাথে সাথে উত্তরবঙ্গেও জেরুয়া শিবিরকে সাংগঠনিক জোর বাড়ানোর পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তবে আগামী বিধানসভা নির্বাচনী লড়াই যে দুই প্রধান রাজনৈতিক শক্তির মধ্যে প্রবলভাবে হতে চলেছে, সে ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!