এবার দুষ্কৃতীদের হামলায় আহত বিজেপি নেতারা, অভিযোগের তীর তৃণমূলের দিকে রাজ্য April 5, 2018 আসন্ন ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনের সময়সূচীর প্রকাশের অনেক আগে থেকেই রাজ্য জুড়ে নানা রাজনৈতিক দলের সদস্যের মধ্যে বিচ্ছিন্ন ভাবে হিংসার ঘটনার সাক্ষী হয়েছে পশ্চিমবঙ্গবাসী । মঙ্গলবার সন্ধ্যায় বীরভূমের মহম্মদবাজারের চরিচা গ্রামে বিজেপির অঞ্চল সভাপতি সুকুমার ঘোষ আক্রান্ত হলেন। অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকে। আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে এদিন দেওয়াল লিখন সেরে বাড়ি ফেরার পথে দুষ্কৃতিদের হাতে প্রহৃত হন তিনি। অভিযোগ উঠেছে জয়ন্ত ঘোষ নামক জনৈক তৃণমূল কর্মীর বিরুদ্ধে । সুকুমার বাবুর কথা অনুযায়ী জয়ন্ত ঘোষের নেতৃত্বে একদল ছেলে তাঁকে লাঠিপেটা করে কোমর ভেঙে দেয়। ঘটনার অল্প সময়ের মধ্যেই ঐ রাতে তাঁকে সিউড়ি সদর হাসপাতালে ভর্তি করা হয়। অন্যদিকে মঙ্গলবার রাতে ঐ জেলার ষাটপলশাতে বিজেপির স্থানীয় অঞ্চল সভাপতি রাম মণ্ডলের বাড়িতে একদল দুষ্কৃতী হামলা চালায়। তারা মেরে রামবাবুর মাথা ফাটিয়ে দেয় ।বাড়িতেও ভাঙচুর চালায়। একটি বাইকের ও ক্ষতি করে তারা। রাম বাবু এই ঘটনায় অভিযুক্ত করেছেন তৃণমূল কংগ্রেসকে। রামবাবু এদিন আরো ও দাবি করে বললেন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়ার অপরাধেই এই হামলা। এদিন রাতেই রামবাবুকে সাঁইথিয়া হাসপাতালে ভর্তি করা হয়। একই দিনে জেলায় দলের দুই নেতার বিচ্ছিন্ন ভাবে আক্রান্ত হওয়ার ঘটনা প্রসঙ্গে বীরভূম জেলার বিজেপির জেলা সভাপতি রামকৃষ্ণ রায় বললেন, ”জেলাতে যা পরিস্থিতি তৈরি হয়েছে তাতে বিরোধীদের কোনওভাবেই মনোনয়নপত্র দাখিল করতে দেওয়া হচ্ছে না।” দুটি বিচ্ছিন্ন ঘটনায় তৃনমূল কংগ্রেস কে অভিযুক্ত করা হলেও তা কার্যতই অস্বীকার করছে তৃণমূল শিবির। আপনার মতামত জানান -