এখন পড়ছেন
হোম > Uncategorized > আগামী সপ্তাহে খুলছে স্কুল ! স্কুল খোলা নিয়ে জারি হল বেশ কিছু গাইডলাইনস , জেনে নিন !

আগামী সপ্তাহে খুলছে স্কুল ! স্কুল খোলা নিয়ে জারি হল বেশ কিছু গাইডলাইনস , জেনে নিন !


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  গ্রীষ্মের দাবদাহের কারণে মুখ্যমন্ত্রীর নির্দেশ মতো গরমের ছুটি এগিয়ে আনা হয়েছিল। প্রায় দেড় মাসের মত সময় ধরে সেই ছুটি চলেছে। তবে ১৫ ই জুন পর্যন্ত সেই ছুটি ছিল কিন্তু  গ্রীষ্মের দাবদাহের কারণে ২৭ জুন পর্যন্ত এই ছুটি আব্রো বৃদ্ধি করা হয়েছিল ।আর এই পরিস্থিতে আগামী সোমবার ২৭শে জুন থেকে স্কুল খুলছে।  তবে যেহেতু আবার নতুন করে করোনা সংক্রমণ ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে আর  সেই সঙ্গে বর্ষার মরশুমে ডেঙ্গু ম্যালেরিয়া যাতে না ছড়াই  তাই স্কুল গুলোর জন্য প্রকাশিত হল বেশকিছু গাইডলাইনস ।

কাজেই স্কুল খোলা হলে পড়ুয়াদের শরীর স্বাস্থ্যের কথা ভেবে কি কি সর্তকতা নেয়া হবে তা নিয়ে এদিন প্রশাসনিক কর্তাদের সঙ্গে রাজ্য শিক্ষা দপ্তরের একটি বৈঠক হয় যেখানে স্কুলগুলোকে কি কি গাইডলাইন মেনে চলতে হবে সে সম্পর্কে বেশকিছু নির্দেশিকা জারি হয়েছে বলে জানা যাচ্ছে সূত্রের মারফত । যেহেতু বর্তমানে বর্ষার সময় তাই স্কুলেতে যাতে কোনরকম জল না জমে এবং সেখান থেকে ডেঙ্গু ম্যালেরিয়া রোগ জীবানু না ছড়াই তার জন্য স্কুলগুলোকে পরিষ্কার পরিছন্নতা দিকে নজর দেওয়ার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

আবার এদিকে দেশসহ রাজ্যে নতুন করে করোনা মাথাচাড়া দিচ্ছে যার জন্যই আগামী ২৭ শে জুন স্কুল খোলা হলে প্রতিটি স্কুলের ক্লাসরুম কে প্রথম স্য়ানিটাইজ  করতে হবে তারপরে স্কুলের শিক্ষক অশিক্ষক কর্মচারীদের জন্য ভ্যাকসিন এর দুটি ডোজ নেওয়া বাধ্যতামূলক এবং মাক্স পড়ে স্কুলে প্রবেশ বাধ্যতামুলক করা হয়েছে । এর পাশাপাশি যেহেতু স্কুলের মিড ডে মিল দেওয়া হয় বাচ্চাদের , তাই স্কুলে রান্নার জায়গাসহ বাসনপত্র গুলিকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেয়া হয়েছে এবং কর্তৃপক্ষকে বাচ্চাদের স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতে নির্দেশ দেওয়া হয়েছে । সব মিলিয়ে এখন দেখার বিষয় আগামীতে গোটা পরিস্থিতি কোন দিকে যায় সেদিকে লক্ষ্য সকলের ।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!