মৌসম নূরের নিজের গড়ে সভার মঞ্চ ভেঙ্গে গুড়িয়ে দিল “দুষ্কৃতীরা”, বিজেপির “ভূত” দেখছে তৃণমূল কলকাতা রাজ্য February 14, 2019 কিছুদিন আগেই কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগদেন মালদহের গনি পরিবারের সদস্য তথা সাংসদ মৌসম বেনজির নূর। আর তৃণমূলে যোগ দেওয়ার সাথে সাথেই এলাকায় এসেই একের পর এক তৃণমূল নেতাকর্মীদের সংবর্ধনা পান তিনি। সেইমতো বুধবার মালদহের হবিবপুরের রাইস মিল হাটে সেই মৌসম বেনজির নূরকে সংবর্ধনা দেওয়ার জন্য একটি মঞ্চ তৈরি করেছিল হবিবপুরের নেতৃত্বরা। কিন্তু মঙ্গলবার রাত পেরোতে না পেরোতেই সকালে উঠেই তৃণমূল কর্মীরা দেখেন যে সেখানে তাঁদের তৈরি করার মঞ্চ কেউ বা কারা ভেঙে দিয়েছে। আর এই ঘটনাতেই বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলে সরব হয়েছেন শাসক দলের কর্মী-সমর্থকরা। জানা যায়, মূল মঞ্চ ভাঙ্গা হলে এদিন পাশে অস্থায়ী মঞ্চ গড়ে সেখানে মৌসম বেনজির নূরকে সংবর্ধনা জানানো হয় তৃণমূলের তরফে। আর সেখানে উপস্থিত হয়েই বিজেপির বিরুদ্ধে সরব হয়ে তৃণমূলের মৌসম বেনজির নূর বলেন, “রাতের অন্ধকারে এই মঞ্চটাকে ভেঙ্গে দিয়ে বিজেপি সভা বানচাল করতে চেয়েছিল। কিন্তু আমরা সেটা হতে দিইনি। মূল মঞ্চ থেকে অস্থায়ী মঞ্চ বানিয়ে সভা করেছি এখানে কর্মী-সমর্থকদের প্রচুর উৎসাহ লক্ষ্য করছি। আগামী লোকসভা ভোটে এখানে তৃণমূলই জিতবে।” আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে। আপনার মতামত জানান - একই অভিযোগ করে বিজেপির বিরুদ্ধে সরব হয়ে হবিবপুর ব্লক তৃণমূলের সভাপতি প্রভাস চৌধুরী বলেন, “দলের নবাগত সংসদ সদস্যকে সংবর্ধনা দিতে আমরা মঞ্চ বানিয়ে সভার আয়োজন করলেও রাতের অন্ধকারে বিজেপির গুন্ডাবাহিনী সেই মঞ্চ ভাঙচুর করেছে। এ নিয়ে আমরা থানায় অভিযোগও জানিয়েছি।” তবে একাংশের মতে, যে এলাকায় তৃণমূলের এত দাপট সেখানে বিজেপি তৃণমূলের এই মঞ্চ ভাঙ্গার সাহস পায় কি করে! সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করে তৃণমূলের বিরুদ্ধে পাল্টা সরব হয়েছে গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে মালদহ জেলা বিজেপির সভাপতি সঞ্জিত মিশ্র বলেন, “এটা তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে ফল। ওদের তিনটি গোষ্ঠী রয়েছে। আর এখন ওরা বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলছে। এইভাবে কিছু করেই বিজেপিকে ওরা আটকাতে পারবে না।” সব মিলিয়ে এবার হবিবপুরে মৌসম বেনজির নূরের সভা মঞ্চ ভাঙাকে ঘিরে বিজেপির বিরুদ্ধে অভিযোগ তুলল শাসকদল। আর শাসকদলের এই অভিযোগকে সম্পূর্ণ ভিত্তিহীন বলে পাল্টা ঘাসফুল শিবিরের বিরুদ্ধে সরব হল সেই গেরুয়া শিবির। আপনার মতামত জানান -