এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূল নেতার আবক্ষ মূর্তি ভাঙার চেষ্টা, ঘটনায় তীব্র চাঞ্চল্য জঙ্গলমহলে

তৃণমূল নেতার আবক্ষ মূর্তি ভাঙার চেষ্টা, ঘটনায় তীব্র চাঞ্চল্য জঙ্গলমহলে


তৃণমূল কংগ্রেসের প্রাক্তন কার্যকরী সভাপতি প্রয়াত অনিল মাহাতোর আবক্ষ মূর্তি ভাঙার চেষ্টার ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়াল বাঁকুড়ার জঙ্গলমহল এলাকায়।৪ই সেপ্টেম্বর অনিল মাহাতোর প্রথম মৃত্যুবার্ষিকীতে রাইপুরের নেদড়া গ্রামে তৃণমূলের দলীয় কার্যালয়ের সামনে তাঁর আবক্ষ মূর্তি বসানো হয়।গত শুক্রবার রাতে কেউ বা কারা কারা অনিল মাহাতোর ওই মূর্তির গলায় কোপ বসিয়ে ধারালো অস্ত্র জাতীয় কিছু দিয়ে ভেঙে ফেলার চেষ্টা করে।এমনকি মুখের একাংশ বিকৃত করা হয় বলে অভিযোগ।অনিল মাহাতোর মূর্তি ভেঙে ফেলার চেষ্টার ঘটনা প্রকাশ্যে আসতেই আন্দোলনের ডাক দিয়েছে ‘অনিল মাহাতো স্মৃতি রক্ষা কমিটি’।কমিটির পক্ষে পরিমল মাহাতো জানান, ”অনিল মাহাতোর স্ত্রী সুলেখা মাহাতো বিষয়টি লিখিতভাবে পুলিশকে জানিয়েছেন।”তিনি বলেন,এই ঘটনায় জড়িতদের চরম শাস্তির দাবীর পাশাপাশি এই ঘটনার প্রতিবাদে আগামী সোমবার রাইপুরের জানডাঙ্গা মোড়ে বাঁকুড়া-ঝাড়গ্রাম রাজ্য সড়কের উপর এক ঘণ্টার প্রতীকী পথ অবরোধ করা হবে। এরপর আগামী ১০ ডিসেম্বর রাইপুর থানায় অবস্থান বিক্ষোভ করবেন অনিল মাহাতো স্মৃতি রক্ষা কমিটির সদস্যরা। এবিষয়ে তৃণমূলের জেলা নেতৃত্বের পক্ষ থেকে এখনো পর্যন্ত কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে এই ঘটনার পর জঙ্গল মহল যে নতুন করে অনিল মাহাতোর খুনের ঘটনায় দোষীদের দ্রুত শাস্তির দাবিতে পথে নামছে তা খুব সহজ ভাবেই স্পষ্ট।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!