এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > শাসকদলের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও ‘সিন্ডিকেট রাজের’ অভিযোগ তুলল বিজেপি

শাসকদলের বিরুদ্ধে পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও ‘সিন্ডিকেট রাজের’ অভিযোগ তুলল বিজেপি

এবার রাজ্যের শাসকদল তৃণমূলের দিকে শিক্ষাতেও ‘সিন্ডিকেট রাজ’ চালানোর মত গুরুতর অভিযোগ নিয়ে এল রাজ্য বিজেপি। ভারতীয় জানাটা পার্টির অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্টের মাধ্যমে এই অভিযোগ আনা হয়েছে। ওই পোস্টে বিজেপির স্পষ্ট অভিযোগের নিশানা রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের দিকে। সেখানে প্রথমে একটি প্রশ্ন করা হয়েছে ‘সিন্ডিকেট রাজ’ নিয়ে এবং পরের লাইনেই শাসকদলকে জড়িয়ে দেওয়া হয়েছে এই ভয়ঙ্কর অভিযোগে। বিজেপির ওই পোস্টে লেখা আছে –

মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক টেস্ট পরীক্ষার প্রশ্নপত্র নিয়েও কি ‘সিন্ডিকেট রাজ’?
প্রশ্নপত্র নিয়ে নামে-বেনামে কিছু তৃণমূলের সংগঠন কোটি কোটি টাকার কারবার চালাচ্ছেন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!