এখন পড়ছেন
হোম > রাজ্য > মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যে আসছেন রাজনাথ সিং

মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যে আসছেন রাজনাথ সিং

মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির আমন্ত্রণে সাড়া দিয়ে রাজ্যে আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং।আগামী ৭ই ডিসেম্বর তাঁর কলকাতায় আসার সম্ভাবনা রয়েছে।পঞ্চায়েত নির্বাচনের পূর্বে রাজনাথ সিংয়ের কলকাতায় আসা ও রাজ্যের মুখ্যমন্ত্রীর সঙ্গে নবান্নে বৈঠকের পরিকল্পনা নিয়ে ইতিমধ্যেই রাজনৈতিক মহলে শুরু হয়েছে চর্চা।প্রকৃতপক্ষে সীমান্তের নিরাপত্তা নিয়েই মূলত তাঁদের বৈঠক হওয়ার কথা। তবে সেইসঙ্গে বৈঠকে উঠে আসতে পারে পাহাড় ও কেন্দ্রীয় বাহিনী প্রসঙ্গও।প্রসঙ্গত,কিছু দিন আগে কলকাতা থেকে চার জঙ্গিকে গ্রেফতার করার পরই উদ্বিগ্ন হয়ে ওঠে দেশের স্বরাষ্ট্রমন্ত্রক।সেই কারণেই তিনি তড়িঘড়ি রাজ্যে আসছেন।নবান্নের এই বৈঠকে সীমান্তবর্তী পাঁচ রাজ্যের মুখ্যমন্ত্রীকেও আমন্ত্রণ করা হয়েছে।এই বৈঠকে দেশের সীমান্তবর্তী অঞ্চলগুলিকে কি ভাবে সুরক্ষিত রাখা যায় তারই বার্তা দেবেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।এছাড়াও উঠতে পারে পাহাড় প্রসঙ্গও।মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট আশাবাদী যে এই বৈঠকের মাধ্যমে পাহাড় সমস্যা বা সীমান্ত সমস্যা সমাধানের জন্য ইতিবাচক পদক্ষেপ বেরিয়ে আসবে।কেন্দ্রও মনে করছে আলোচনা টেবিলে বসলে অনেক সমস্যার সহজ সমাধানের রাস্তা বেরিয়ে আসা স্বাভাবিক।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!