এখন পড়ছেন
হোম > রাজ্য > তৃণমূলপন্থী আইনজীবীরা সাহায্য করছে দোষীদের অভিযোগ নির্যাতিতার বাবার

তৃণমূলপন্থী আইনজীবীরা সাহায্য করছে দোষীদের অভিযোগ নির্যাতিতার বাবার


৪ বছরের শিশুর যৌন নির্যাতনের মামলায় অভিযুকদের সাহায্যে রত তৃণমূলপন্থী আইনজীবীরা।কলকাতার একটি সংবাদমাধ্যমের খবর অনুযায়ী জি ডি বিড়লা সেন্টার ফর এডুকেশনের লোয়ার নার্সারির ছাত্রীর যৌন নির্যাতনের ঘটনায় এমনই অভিযোগ তুললেন নির্যাতিতার বাবা।ওই পোর্টালের দাবী অনুযায়ী  ছাত্রীর বাবার অভিযোগ যেহেতু তার আইনজীবী বিজেপির সমর্থক তাই তৃণমূলের কাউন্সিলর বা শাসক দলের পক্ষ থেকে কেউ তাঁর পরিবার বা মেয়ের ব্যাপারে কোনও খোঁজও নেননি।বরং আলিপুর আদালতের আইনজীবীদের একাংশ অভিযুক্তদের হয়ে প্রশ্ন করতে সোচ্চার ছিলেন।ছাত্রীর তরফের আইনজীবী প্রিয়ঙ্কা তিব্রেয়াল বলেন প্রথম থেকেই তিনি এই মামলার হাল ধরেছিলেন এবং তিনি সবসময়ই চেষ্টা করেন যাতে পীড়িতার পরিবারকে সব রকম আইনি সাহায্য দিতে পারেন।ছাত্রীর বাবার সমস্ত রকম অভিযোগকে নাকচ করে অভিযুক্ত দুই শিক্ষকের আইনজীবী তীর্থঙ্কর রায় জানান যে একজন আইনজীবী হিসাবে তার নির্দিষ্ট কোনো রাজনৈতিক রং নেই।  আর যেখানে আমাদের দেশে কসাবের মতো এক জঙ্গি আইনি সাহায্য পেতে পারে ,সেখানে এই অভিযুক্তদেরও আইনি সাহায্য পাওয়ার সমান অধিকার রয়েছে।কিন্তু চার বছরের এক শিশুর যৌন নির্যাতনের সহানুভূতিশীল ঘটনায় রাজনীতির রং লেগে যাওয়ায় আশ্চর্য্য হয়েছেন অনেক আইনজীবীই।যদিও এই খবরের সত্যতা বা সূত্র সম্পর্কে ওই ওয়েব পোর্টালে কিছু লেখা নেই, প্রিয়বন্ধু বাংলার তরফেও এর সত্যতা যাচাই করে দেখা সম্ভব হয় নি। এই প্রবন্ধ সম্পূর্ণরূপে ওই পোর্টালে প্রকাশিত খবরের পরিপ্রেক্ষিতে করা, কোনোভাবেই রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত নয় বা কোনো ব্যক্তি বা দলের সম্মানহানির উদ্দেশ্যে রচিত নয়।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!