এখন পড়ছেন
হোম > রাজ্য > তাঁতশিল্পীদের উন্নয়নেও স্বজনপোষণ! বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর

তাঁতশিল্পীদের উন্নয়নেও স্বজনপোষণ! বিস্ফোরক অভিযোগ বিজেপি নেতা সায়ন্তন বসুর


তাঁত শিল্পীদের উন্নয়নের জন্য রাজ্য সরকার নানা ধরনের প্রকল্প গ্রহণ করেছে।কিন্তু বিজেপির অভিযোগ সেই সব প্রকল্পের মধ্যেও চলছে শাসক দলের স্বজনপোষণ। সোমবার কালনার ধাত্রীগ্ৰামের সিনেমা হলে বিজেপির তন্তুবায় সেলের দ্বিতীয় রাজ্য সম্মেলন কালনার। সেই সম্মেলনে উপস্থিত ছিলেন ছিলেন সংগঠনের সর্বভারতীয় আহ্বায়ক বিজয় ভারতী, রাজ্য আহ্বায়ক অজিত দাস, রাজ্য বিজেপির সাধারণ সম্পাদক সায়ন্তন বসু, পূর্ব বর্ধমান জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ, রাজ্য সম্পাদক রাজীব ভৌমিক প্রমুখ।

সম্মেলনে তাঁত শিল্পীদের উন্নয়ন, প্রকৃত তাঁতশিল্পীদের পরিচয় পত্র প্রদান, ষাটোর্ধ্ব তাঁত শিল্পীদের বয়স্ক ভাতার আওতায় আনা সহ মোট ১২ দফা দাবি নিয়ে আলোচনা হয়। আর এই সম্মেলন থেকেই তাঁত শিল্পীদের উন্নয়নে সরকার স্বজনপোষণ করছে বলে দাবি তোলেন বিজেপি নেতা সায়ন্তন বসু। এদিন সায়ন্তনবাবু বলেন, “বাম আমল থেকে বর্তমান সরকার সবাই তন্তুবায়দের ব্যবহার করে রাজনীতি করছে।

এঁদের প্রকৃত উন্নয়ন কেউ চায়নি। যা হয়েছে তা লোক দেখানো।যাঁরা প্রকৃত তাঁত শিল্পী তাঁরা বঞ্চিত থেকে গিয়েছেন।”এদিনের সভায় থেকে তিনি আরো জানান, আসন্ন লোকসভা ভোট হবে কেন্দ্রীয় বাহিনী দিয়ে। ৬-৭ দফায় ভোটগ্রহণ হবে। কর্মীদের উদ্দেশে বলেন,” ভয় পাবেন না, বুথ স্তরে সংগঠন মজবুত করুন। দেখবেন লোকসভা ভোটে বাংলার মানুষ অভাবনীয় রায় দেবে।”

সায়ন্তনবাবুর পাশাপাশি জেলা সভাপতি কৃষ্ণ ঘোষ বলেন, “সরকার তাঁতি সাথী নামে একটি প্রকল্প চালু করেছে। এতে কিনা তাঁদের উপকার হবে! উপকার হচ্ছে, তবে তাঁতিদের নয়, শাসকদলের ক্যাডারদের। একটি তাঁত একাধিকবার হাত বদল হয়ে শাসকদলের নেতা-মন্ত্রী থেকে দাদা, দিদিদের পকেট ভরছে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

 

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

খোঁজ নিলে দেখা যাবে, যাঁরা খাতায় কলমে সরকারিভাবে তাঁত পেয়েছেন, তাঁদের অনেকের ঘরেই তা নেই। তন্তুবায় সমিতি ও সোসাইটির নামে লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে। বেশ কিছু তথ্য আমরা হাতে পেয়েছি। এবিষয়ে শীঘ্র আন্দোলনে নামা হবে। আমরা তাঁতিদের প্রকৃত উন্নয়ন চাই।”ভোটের আগেই এই প্রসঙ্গ তুলে বিজেপি তন্তুবায় দের ভোট কাটতে চাইছে বলেই মনে করছে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!