এখন পড়ছেন
হোম > রাজ্য > অসমে ‘বাঙালি তাড়ানোর’ বিতর্কে ঘি ঢাললেন বিজেপি নেতা

অসমে ‘বাঙালি তাড়ানোর’ বিতর্কে ঘি ঢাললেন বিজেপি নেতা

এদিন হাওড়ার উলুবেড়িয়া উপনির্বাচনের বিজেপি প্রার্থীর সমর্থনে একটি জনসভা হয় আর সেখানে উপস্থিত ছিলেন কৈলাস বিজয়বর্গীয়।এদিন তিনি ফের অসমে ‘বাঙালি তাড়ানোর’ বিতর্কে ঘি ঢেলে বললেন ‘‘বিজেপি ক্ষমতায় এলে অসমের মত বাংলায় অনুপ্রবেশকারীদের তাড়াতে নাগরিকপঞ্জি তৈরি করা হবে৷’’পাশাপাশি এই নিয়েও মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করতেও ছাড়েননি তিনি। মুখ্যমন্ত্রীর নাম তোষণের রাজনীতির অভিযোগ তুলে বলেন ৩০ শতাংশ ভোটারের জন্য তৃণমূল এই তোষণের রাজনীতি করছে।এছাড়া এদিন এটাও বলেন ‘‘অসমের মত এখানে নাগরিকপঞ্জি করা হলে অনুপ্রবেশকারীরা চিহ্নিত হয়ে যাবেন৷ ফলে, মমতা দিদির ভোট ব্যাংকে তার প্রভাব পড়বে৷ দিদি বলছেন, অসম থেকে বাঙালিদের তাড়ানো হচ্ছে৷ এই ভুল অভিযোগ৷ এমন কোনও কাজ করা হচ্ছে না৷ শুধু অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে৷ আর এতেই দিদির আপত্তি৷’’এদিন তৃণমূলকে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি তিনি। বীরভূমের পুরোহিত সম্মেলন নিয়ে বলেন যে ‘‘এতদিন আপনারা ব্রাহ্মণ সম্মেলন হতে দেখেছেন? উলুবেড়িয়া বিজেপি প্রার্থীকে জিতিয়ে দেখান, দেখবেন দিদি গীতা পাঠও শুরু করে দেবেন৷’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!