এখন পড়ছেন
হোম > অন্যান্য > বড় চাকরির সুযোগ নিয়ে হাজির হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া! সুযোগ পেতে জানুন বিস্তারিত

বড় চাকরির সুযোগ নিয়ে হাজির হচ্ছে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া! সুযোগ পেতে জানুন বিস্তারিত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট– ব্যাঙ্কের চাকরি অনেকেরই প্রিয়। ব্যাংকের চাকরি পেতে অনেকেই পড়ে চলেন দিনরাত। তবে বর্তমান করোনা পরিস্থিতিতে দেশের বহু কর্মসংস্থানের প্রক্রিয়াতেই ভাটা পড়েছে। বহু মানুষ হারিয়েছেন কাজ। এমন পরিস্থিতিতে করোনার ভ্যাকসিন আবিষ্কার যতখানি প্রয়োজন, ততখানি কাজেরও প্রয়োজন। একদিকে হুহু করে বেড়ে চলেছে মূল্যবৃদ্ধি। দেশের জিডিপি প্রায় তলানিতে এসে ঠেকেছে। কিভাবে এর থেকে পরিত্রান পাওয়া যায়, সে কথা ভেবে উঠতে পারছেনা বহু এলিজেবল ছেলেমেয়ে। এমন পরিস্থিতিতে যদি আপনার হাতের কাছে আসে কোন চাকরির সুযোগ, তবে তা হাতছাড়া করতে চাইবেন না নিশ্চয়ই কেউ।

সম্প্রতি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এনেছে পাবলিক সেক্টর ব্যাংকগুলোতে চাকরির অফার। জানা গেছে, সেখানে স্পেশালিস্ট ক্যাডার অফিসার পদে একাধিক লোক নেবে এসবিআই। সেইমত জারি করা হয়েছে নোটিফিকেশন। সম্প্রতি এসবিআই নিজেদের অফিসিয়াল ওয়েবসাইটে এই প্রক্রিয়ার পূর্ণাঙ্গ তথ্য দিয়েছে বলে জানা গেছে। এক্ষেত্রে চাকরিপ্রার্থীরা অনলাইনেই আবেদন করতে পারবেন। এই ফর্ম পূরণ করে জমা দেওয়ার শেষ তারিখ ৮ই অক্টোবর। এক্ষেত্রে পরীক্ষা পদ্ধতি সম্পর্কে জানা গেছে, কোনও লিখিত পরীক্ষা নেওয়া হবে না। কেবল ইন্টারভিউয়ের মাধ্যমেই প্রার্থী বাছাই করা হবে। এছাড়াও প্রার্থীর পূর্ব কাজের কোনো অভিজ্ঞতা আছে কিনা দেখা হবে। এদিন ট্যুইট করে এই তথ্য দেওয়া হয়েছে বলেই জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

ফর্ম ফিলাপ করার পদ্ধতি:- ফর্ম পূরণ করতে গেলে প্রথমে এসবিআইয়ের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। সেখানে গিয়ে কেরিয়ারস লিংক সিলেক্ট করতে হবে। সেখানে গিয়ে লেটেস্ট অ্যানাউন্সমেন্ট বিভাগে পছন্দের পদের লিংক বেছে তাতে ক্লিক করতে হবে। এরপর ‘apply online’ অপশনে ক্লিক করতে হবে। এবার ‘New Registration’ অপশনটি ক্লিক করতে হবে। এক্ষেত্রে যদি আগে থেকেই রেজিস্টার করা থাকে, তবে লগ ইন করতে হবে। শেষে ফর্ম পূরণ করার পর অ্যাপ্লিকেশন ফি ভরতে হবে।এরপর ট্রানজাকশান সফল হলে তবেই ই-চালান, অ্যাপ্লিকেশন ফর্ম, যাতে প্রার্থীর ডেট অফ সাবমিশন রয়েছে, তা তৈরি হয়ে যাবে। এরপর তার প্রিন্ট আউট বের করতে হবে। তবে এক্ষেত্রে অ্যাপ্লিকেশন ফি হিসেবে জেনারেল, ইডব্লুএস ও ওবিসি প্রার্থীদের জন্য ৭৫০ টাকা ধার্য করা হয়েছে। তবে এসসি, এসটি ও পিডব্লুডি প্রার্থীদের জন্য কোনও টাকা লাগবে না বলেই জানানো হয়েছে।

পদ সংখ্যা:- স্টেট ব্যাংকের তরফে যে যে খালি পদ গুলির জন্য প্রার্থী আবেদন করতে পারবেন, সেগুলি হল-

* Deputy Manager Security: 28 posts

* Manager (Retail Products): 5 posts

* Data Trainer: 1 post

* Data Translator: 1 post

* Senior Consultant Analyst: 1 post

* Assistant General Manager (Enterprise & Technology Architecture): 1 post

* Data Protection Officer: 1 post

* Deputy Manager (Data Scientist): 11 posts

* Manager (Data Scientist): 11 posts

* Deputy Manager (System Officer): 5 posts

* Risk Specialist- Sector (Scale-III): 5 posts

* Risk Specialist- Sector (Scale-II): 5 posts

* Portfolio Management Specialist (Scale-II): 3 posts

* Risk Specialist- Credit (Scale-III): 2 posts

* Risk Specialist- Credit (Scale-II): 2 posts

* Risk Specialist- Enterprise (Scale-II): 1 post

* Risk Specialist- IND AS (Scale-III): 4 posts।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!