এখন পড়ছেন
হোম > জাতীয় > কোন পথে কুর্শি দখল? মুখ্যমন্ত্রীকে বড়সড় ধাক্কা দিয়ে বিকল্প মহা-পরিকল্পনা তৈরি বিজেপির?

কোন পথে কুর্শি দখল? মুখ্যমন্ত্রীকে বড়সড় ধাক্কা দিয়ে বিকল্প মহা-পরিকল্পনা তৈরি বিজেপির?


বর্তমানে করোনা মহামারীতে প্রত্যেকে চিন্তায় রয়েছেন। আরে করোনা মহামারী মিটতে না মিটতেই বিহারে চলে আসবে বিধানসভা নির্বাচন। তাই করোনা সংকটের মধ্যেও এখন বিভিন্ন রাজনৈতিক দল নিজেদের মত করে কৌশল এবং রণনীতি তৈরি করতে শুরু করেছে। কিভাবে বিহারের ক্ষমতা দখল করা যাবে তা নিয়ে বিজেপি সহ অন্যান্য সমস্ত রাজনৈতিক দল তাদের কৌশল তৈরি করছে।

ইতিমধ্যেই বিজেপির তরফে নীতীশ কুমারকে মুখ্যমন্ত্রী পদপ্রার্থী করে লড়াইয়ের বার্তা দেওয়া হয়েছে। কিন্তু তা সত্ত্বেও বিজেপি নিজেদের মত করে রনকৌশল তৈরি করার সিদ্ধান্ত নেওয়ায় তৈরি হয়েছে তীব্র চাঞ্চল্য। জানা গেছে, গেরুয়া শিবিরের পক্ষ থেকে বিকল্প ভাবনা ভাবার প্রক্রিয়া শুরু হয়েছে। কেননা বিজেপির পক্ষ থেকে মনে করা হচ্ছে যে, বিহারে নীতীশ কুমারের ভাবমূর্তি কিছুটা হলেও খারাপ হয়েছে।

ফলে সেদিক থেকে বিজেপি যদি বিহারে জেডিইউয়ের জোট ছেড়ে বেরিয়ে আসে, তাহলে একক ভাবে তারা ক্ষমতা দখল করতে পারে। কেননা এখন বিহারে সেভাবে কোনো বিরোধী দল নেই। আর তাই এই ভাবনাকে নিয়ে এখন একলা চলতে উদ্যোগী হয়েছে ভারতীয় জনতা পার্টি বলে মনে করছে একাংশ। বস্তুত, বর্তমানে পারিবারীক গণ্ডগোলের জেরে বিহারের একসময়কার বিরোধী দল আরজেডি বিভক্ত হয়ে গিয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

দলের প্রধান মাথা লালুপ্রসাদ যাদব বর্তমানে জেলে রয়েছেন। আর কংগ্রেস সহ অন্যান্য দলগুলো সেভাবে বিহারে তাদের ক্ষমতা প্রদর্শন করতে পারছে না। বিজেপির বিরুদ্ধে অন্যান্য রাজনৈতিক দলগুলো জোট বাঁধায় সেই ক্ষমতা কারোর নেই। তাই সেদিক থেকে এখন বিজেপি নিজেদের হাতেই বিহারের ক্ষমতার জন্য জেডিইউয়ের ছেড়ে দেবে বলে আশঙ্কা করা হচ্ছে।

সেক্ষেত্রে শুধুমাত্র জেডিইউ-এর সঙ্গে লড়াই করে বিজেপির পক্ষে বিহারের ক্ষমতায় আসা অসুবিধে হবে না বলেই দাবি একাংশের। তবে যদি এমনটা হয়, তাহলে নীতীশ কুমারের সঙ্গে বিজেপির বর্তমানে যে সম্পর্ক রয়েছে, সেই সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাবে। শুধু তাই নয়, এককালে অমিত শাহ নীতীশ কুমারকে পরবর্তী মুখ্যমন্ত্রী পদপ্রার্থী বলে জানালেও, বিজেপি যদি জেডিইউ থেকে বেরিয়ে আসে, তাহলে নীতীশ কুমারের দলের পক্ষ থেকে সেই বিজেপির বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তোলা হতে পারে।

যার জেরে করোনা মহামারীর পরবর্তী সময়কালে বিহারের বিধানসভা নির্বাচন জমজমাট হয়ে উঠতে পারে বলেই মনে করছে রাজনৈতিক মহল। তবে শেষ পর্যন্ত সত্যি সত্যিই বিজেপি নীতীশ কুমারের সঙ্গ ছেড়ে পৃথকভাবে বিহারে বিধানসভা নির্বাচনে লড়াই করে, নাকি একসাথেই দুই দলকে লড়াই করতে দেখা যায়, তার দিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!