এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > মারধোরের অভিযোগ ওঠার পর হাসপাতালে গেলেন পলাতক হিরে ব্যবসায়ী

মারধোরের অভিযোগ ওঠার পর হাসপাতালে গেলেন পলাতক হিরে ব্যবসায়ী


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – দীর্ঘদিন ধরে ফেরার পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক মামলায় অভিযুক্ত হিরে ব্যবসায়ী মেহুল চক্সি। বেশ কয়েক বছর ধরে অ্যান্টিগাতে ঘাঁটি গেড়েছেন তিনি। তাঁকে দেশে ফিরিয়ে আনতে অ্যান্টিগার উপরে ভারত চাপ বাড়াতেই সেখান থেকে পালিয়ে যান তিনি ডমিনিকায়। সেখানে যেতেই তাকে ধরে ফেলে পুলিশ। বন্দি করা হয় তাকে কারাগারে। তাঁর আইনজীবীরা অভিযোগ করেছেন যে, কারাগারে তাঁকে বেধড়ক মারধর করা হয়েছে।

এরপর, তার আহত অবস্থার কিছু ছবি প্রথমে অ্যান্টিগার সংবাদমাধ্যম, তারপর সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হয়ে পড়ে। যেখানে দেখা যায় যে, তার চোখ লাল হয়ে ফুলে গেছে, শরীরের বিভিন্ন জায়গায় কালশিটে পড়েছে, শরীরের বেশ কিছু স্থানে পোড়া ক্ষতের চিহ্ন। তাঁর আইনজীবীরা জানিয়েছেন, তাঁদের মক্কেলকে জেলে প্রচণ্ড মারধর করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁদের অভিযোগ, প্রচণ্ড মারধরের কারণে অসুস্থ হয়ে পড়েছেন মেহুল চক্সি। এ কারণে তাঁকে ভর্তি করা হয়েছে হাসপাতালে। জানা যায়, আদালতের পক্ষ থেকে তাঁকে জেল থেকে হাসপাতালে আনার অনুমতি দেয়া হয়েছিল। হাসপাতালে সম্প্রতি চিকিৎসাধীন আছেন তিনি। তাঁর করোনা টেস্ট করা হয়েছে। জানা গেছে তিনি করোনায় আক্রান্ত হননি।

তাঁকে দ্রুত যাতে ভারতে আনা যায়, সে বিষয়ে সমস্ত রকম চেষ্টা চালাচ্ছে কেন্দ্র সরকার। তবে, তাঁর  আইনজীবীরা জানিয়েছেন, গত ২৩ সে মে তাঁকে অপহরণ করে নেয়া হয়েছিল। তাদের অভিযোগ, অ্যান্টিগা সরকারের সাহায্য নিয়ে ভারত সরকারের লোকেরাই তাঁকে অপহরণ করেছেন। এদিকে মেহুল চক্সির বিরুদ্ধে যে মামলা দায়ের করা হয়েছে, আগামী ৩ রা জুন তার শুনানি রয়েছে। তাকে ভারতের হাতে এখনই ছেড়ে দেওয়া হবে কিনা? সে বিষয়ে সন্দেহ রয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!