এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > দুর্নীতিকে রেয়াত নয়! বিধানসভার আগে স্বচ্ছতার বার্তা দিতে নবান্ন থেকে বড়সড় সিদ্ধান্ত মমতার!

দুর্নীতিকে রেয়াত নয়! বিধানসভার আগে স্বচ্ছতার বার্তা দিতে নবান্ন থেকে বড়সড় সিদ্ধান্ত মমতার!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –গত লোকসভা নির্বাচনে তৃণমূলের অনেক নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার কারণেই বিভিন্ন জায়গায় খারাপ ফল করতে হয়েছে শাসক দলকে। বর্তমানে ভয়াবহ দুর্যোগের ক্ষতিপূরণের টাকা সহ সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে তৃণমূলের নানা নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই দুর্নীতিকে কোনোভাবেই বরদাস্ত করা হবে না বলে জানিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুধু তাই নয়, মানুষ যদি এই ব্যাপারে কোনো অসুবিধায় পড়ে, তাহলে মুখ্যমন্ত্রীর দপ্তরে অভিযোগ জানিয়েও অনেক ক্ষেত্রে সুবিধা পাওয়া যাচ্ছে। আর এবার সেই দুর্নীতিকে আরও কড়া হাতে দমন করতে অভিযোগ ও প্রতিকারের তথ্য নিয়ে নবান্নের পক্ষ থেকে তৈরি করা হচ্ছে “সাকসেস স্টোরি”।

অনেকে বলছেন, 2021 সালের বিধানসভা নির্বাচনকে সামনে রেখে নিজেদের সরকারের ভাবমূর্তি স্বচ্ছ করতেই মমতা বন্দ্যোপাধ্যায় এই ধরনের সিদ্ধান্ত নিলেন। প্রসঙ্গত উল্লেখ্য, গত 10 জুন সরকারি অভাব-অভিযোগ সাধারণ মানুষের কাছ থেকে যাতে সরাসরি তার কাছে আসে, সেজন্য টোল ফ্রি নম্বর একটি গ্রিভ্যান্স সেল চালু করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে প্রচুর মানুষ অভিযোগ জানাতে শুরু করেছিলেন। যার মাথায় রাখা হয়েছিল কর্নেল দীপ্তাংশু চৌধুরীকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিছুদিন আগেই মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন যে, গ্রিভান্স সেলে যে সমস্ত অভিযোগ জমা পড়েছিল, তার বেশিরভাগ নিষ্পত্তি করা হয়েছে। আর এবার সেই সমস্ত অভিযোগ নিষ্পত্তি নিয়ে “সাকসেস স্টোরি” তৈরি করতে চলেছে রাজ্য প্রশাসন। ইতিমধ্যেই ব্যাপারে প্রতিটি জেলা শাসকের কাছে চিঠি পাঠিয়ে দেওয়া হয়েছে। যেখানে এই গ্রিইভান্স সেল অভিযোগকারীর নাম ঠিকানা ফোন নম্বর অভিযোগের তারিখ এবং অভিযোগকারীর সঙ্গে যোগাযোগ অফিসার কিংবা সংস্থার নাম সমস্যা সমাধানের তারিখ এবং অভিযোগকারী বক্তব্য সহ বিভিন্ন তথ্য জানতে চাওয়া হয়েছে।

বিশেষজ্ঞরা বলছেন, এই সমস্ত তথ্য মানুষের কাছে তুলে ধরে সরকারের ভাবমূর্তি আরও স্বচ্ছ করার চেষ্টা করা হবে। বিরোধীরা যখন তৃণমূলের দুর্নীতি নিয়ে সরব হচ্ছেন, তখনই সমস্ত অভাব-অভিযোগ যে রাজ্য সরকার অনেকটাই কঠোর হাতে মোকাবিলা করেছে, তা “সাকসেস স্টোরির” তৈরির মাধ্যমে তুলে ধরে মানুষের মনে তৃণমূল সরকারের প্রতি বিশ্বাস স্থাপনের চেষ্টা করবেন মমতা বন্দ্যোপাধ্যায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

এদিন এই প্রসঙ্গে পূর্ব মেদিনীপুরের জেলাশাসক পার্থ ঘোষ বলেন, “নবান্নে গ্রিভ্যান্স সেলে অভিযোগ করার পর অনেক কাজ হয়েছে। এটা একটা সাকসেস স্টোরি। এনিয়ে তথ্য সংগ্রহ করা হচ্ছে।” সব মিলিয়ে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে মানুষের মনে নতুন করে বিশ্বাস যোগাতে গ্রিভ্যান্স সেলের সাফল্য তুলে ধরতে উদ্যোগী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!