এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > বাড়ছে উত্তাপ, জমাটি প্রচার! বিধানসভায় বাজিমাতে তৃণমূলের মন্ত্র, বাংলাকে গুজরাট হতে দিও না!

বাড়ছে উত্তাপ, জমাটি প্রচার! বিধানসভায় বাজিমাতে তৃণমূলের মন্ত্র, বাংলাকে গুজরাট হতে দিও না!


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কিছুদিন আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ মন্তব্য করেছিলেন, তারা ক্ষমতায় এলে বাংলাকে গুজরাট বানাবেন। অর্থাৎ গুজরাটে যে উন্নতি হয়েছে, তা তারা বাংলায় করে দেখাবেন বলে দাবি করেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। আর দিলীপ ঘোষের এই বক্তব্যের পরেই তা নিয়ে সরব হয় তৃণমূল কংগ্রেস। যেখানে তৃণমূলের পক্ষ থেকে পাল্টা দাবি করা হয়, বিজেপি সরকারের আমলে গুজরাট ভেঙে পড়েছে। তাই কোনোমতেই বাংলাকে গুজরাট হতে দেওয়া যাবে না।

সামনেই 2021 এর বিধানসভা নির্বাচন। তার আগে এবার এই “বাংলাকে গুজরাট হতে দিও না” লেখা ফ্লেক্সের মাধ্যমে মানুষের কাছে পৌঁছে যেতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। একদিকে গুজরাটে বিজেপি সরকারের আমলে সেখানকার দুরাবস্থার কথা যেমন তৃণমূলের পক্ষ থেকে তুলে ধরা হচ্ছে, ঠিক তেমনই বিজেপি ক্ষমতায় এলে বাংলাকে শেষ করে দেবে বলেও এই কর্মসূচির মধ্য দিয়ে মানুষের কাছে বোঝানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির।

আর বিধানসভা নির্বাচনের কয়েক মাস বাকি থাকলেও, এই প্রচারের মধ্যে দিয়ে কার্যত জমজমাট হয়ে গেছে পশ্চিম মেদিনীপুর জেলা। জানা গেছে, ইতিমধ্যেই প্রায় 10,000 ফ্লেক্স গোটা জেলা জুড়ে টাঙ্গানোর সিদ্ধান্ত নিয়েছে তৃণমূল কংগ্রেস। যেখানে লেখা থাকবে, “বাংলাকে গুজরাট হতে দিও না।” প্রসঙ্গত উল্লেখ্য, গত লোকসভা নির্বাচনে মেদিনীপুর লোকসভা কেন্দ্র হাতছাড়া হয়েছে তৃণমূল কংগ্রেসের। যেখানে জয়লাভ করেছে ভারতীয় জনতা পার্টি।

সামনেই বিধানসভা নির্বাচন। তাই এখন থেকেই মেদিনীপুরের মাটিকে নিজেদের জন্য শক্ত করতে তৃণমূলের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হচ্ছে। একাংশ বলছেন, এই মেদিনীপুর থেকে সাংসদ নির্বাচিত হয়েছেন বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আর দিলীপবাবু কিছুদিন আগে বাংলাকে গুজরাট বানানোর কথা বলে তার শক্ত ঘাঁটিতে তৃণমূল কংগ্রেস পোস্টার দিয়ে নিজেদের সংগঠনকে চাঙ্গা করার চেষ্টা করছে, ঠিক তেমনই বিজেপিকে আক্রমণ করার রাস্তা বেছে নিচ্ছে বলেই মনে করা হচ্ছে। যার ফলে তৃণমূল-বিজেপি লড়াইয়ে এখন কার্যত জমজমাট পরিস্থিতি পশ্চিম মেদিনীপুর জেলায়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে পশ্চিম মেদিনীপুর জেলা তৃণমূল সভাপতি অজিত মাইতি বলেন, “বিজেপি সরকার সাধারণ মানুষের জন্য কিছুই করেনি। এই সরকার বাংলায় ক্ষমতায় এলে রাজ্যটাকে গুজরাট বানিয়ে ছাড়বে। তাই সাধারণ মানুষের কাছে ফ্লেক্সের মাধ্যমে বাংলাকে গুজরাট না করার আহ্বান জানানো হয়েছে। লোকসভা ভোটের পর বিজেপির পায়ের তলার মাটি সরে গিয়েছে। যতদিন যাবে, বিজেপি থেকে মানুষ মুখ ফিরিয়ে নেবে। মানুষ এখন আমাদের সঙ্গে রয়েছে। ডিসেম্বর মাসে জনসভায় ব্যাপক জমায়েতের মধ্যে দিয়ে বিজেপিকে সেই বার্তা দেওয়া হবে।”

অনেকে বলছেন, মেদিনীপুর উদ্ধার করা তৃনমূলের কাছে কার্যত চ্যালেঞ্জের সমান। তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে এখন থেকেই বিজেপিকে চাপে রাখাই প্রধান উদ্দেশ্য হয়ে দাঁড়িয়েছে শাসকদলের কাছে। আর তাই বাংলাকে তারা কোনোমতেই গুজরাট হতে দেবেন না বলে ফ্লেক্স তৈরি করে মানুষের কাছে বিজেপির বিরুদ্ধে জনমত তৈরিতে উদ্যোগী হয়েছে তৃণমূল কংগ্রেস। তবে তৃণমূলের এই উদ্দেশ্য কতটা সফল হয়, তা ভোটবাক্স খোলার পরই পরিষ্কার হয়ে যাবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!