এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মমতার উন্নয়ন আর বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের খতিয়ান ছাপিয়ে বিধানসভার প্রচারে নেমে পড়ল তৃণমূল

মমতার উন্নয়ন আর বিজেপির প্রতিশ্রুতি ভঙ্গের খতিয়ান ছাপিয়ে বিধানসভার প্রচারে নেমে পড়ল তৃণমূল


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – হাতে এখনও বেশ কিছু মাস বাকি। সবে মাত্র ভোটার লিস্ট সংশোধনের কাজ শুরু হয়েছে। কিন্তু বিন্দুমাত্র কালক্ষেপ না করে ইতিমধ্যেই লিফলেট ছাপিয়ে এবার বাড়ি বাড়ি প্রচার শুরু করে দিল তৃণমূল কংগ্রেস। জানা গেছে, দুর্গাপুর থেকে তৃণমূলের লিফলেটের মাধ্যমে এই ভোট প্রচার শুরু হয়ে গিয়েছে। যেখানে তৃণমূল পন্থী শিক্ষকরা বাড়িতে বাড়িতে গিয়ে রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুযোগ-সুবিধা নিয়ে প্রচার শুরু করেছেন বলে খবর।

অর্থাৎ শিক্ষক সমাজকে মুখ করে তাদের বাড়ি বাড়ি পাঠিয়ে মানুষের মনে তৃণমূল সরকার সম্পর্কে সদর্থক ভাবনা দিতে উদ্যত হয়েছে রাজ্যের শাসক দল বলে মনে করছেন বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই বিরোধীদের তরফে রাজ্যের নানা বিষয় নিয়ে তৃণমূল সরকারকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। যত দিন যাচ্ছে, ততই চাপ বাড়ছে তৃণমূল কংগ্রেসের ওপর। তাই এই পরিস্থিতিতে সমাজ গড়ার কারিগরদের মধ্যে দিয়ে রাজ্য সরকারের উন্নয়নের কথা মানুষের কাছে পৌঁছনোর লক্ষ্য নিয়েছে তৃণমূল কংগ্রেস।

তবে শুধু রাজ্য সরকারের উন্নয়নের কথা তুলে ধরাই নয়। বিজেপির নানা প্রতিশ্রুতি ভঙ্গের কথাও সেই লিফলেটে তুলে ধরা হয়েছে। যেখানে প্রথম পৃষ্ঠায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের উন্নয়নের কথা এবং দ্বিতীয় পৃষ্ঠায় মোদি সরকারের জনবিরোধী কার্যকলাপ, মিথ্যা প্রতিশ্রুতি, সর্বনিম্ন জিডিপি সহ অন্যান্য বিষয় উল্লেখ করা হয়েছে।

অর্থাৎ নিজেদের সরকারের উন্নয়নের প্রচার যেমন করা হচ্ছে, ঠিক তেমনই বিজেপির আমলে গোটা দেশে কি কি ক্ষতি হয়েছে, তার কথাও তুলে ধরছে তৃণমূল কংগ্রেস। কেরালা বিজেপি যেভাবে রাজ্যকে টার্গেট করে এগোতে শুরু করেছে তাতে আগামী দিনে তৃণমূল এবং বিজেপির মধ্যে প্রধান লড়াই হবে বলে মনে করা হচ্ছে। তাই এই পরিস্থিতিতে নিজেদের উন্নয়নের প্রচার করার পাশাপাশি মোদি সরকারের আমলে নানা ক্ষতি হয়েছে বলেও সেই লিফলেটে তুলে ধরছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই প্রসঙ্গে তৃণমূল নেতা জয়ন্ত রক্ষিত বলেন, “মানুষের কাছে কেন্দ্রের জনবিরোধী সরকারের প্রকৃত চিত্র তুলে ধরতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।” তবে তৃণমূলের এই প্রচারে ভাবিতো নয় বিরোধীরা। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির সভাপতি লক্ষণ ঘোড়ুই বলেন, “কোনো কিছুতেই তৃণমূলের প্রতি মানুষের আস্থা ফিরবে না।” অন্যদিকে এই ব্যাপারে জেলা সিপিএমের সম্পাদকমণ্ডলীর সদস্য পঙ্কজ রায় সরকার বলেন, “দুর্গাপুরের মানুষ এসব চমকে ভোলেন না।” অর্থাৎ তৃণমূলের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হলেও, তাতে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিরোধীরা।

কিন্তু বিশেষজ্ঞরা বলছেন, বিধানসভা নির্বাচনের বেশ কয়েক মাস বাকি থাকলেও, তৃণমূল এখন থেকেই ময়দানে নেমে কার্যত প্রমাণ করে দিল যে, এই লড়াই তাদের কাছে এবার অগ্নিপরীক্ষার সমান। আর তাই বিন্দুমাত্র সময় নষ্ট না করে এখন থেকেই শিক্ষক সমাজকে দিয়ে মানুষের বাড়ি বাড়ি গিয়ে তৃণমূল সরকারের সদর্থক উন্নয়ন প্রকল্প মানুষকে বোঝানোর চেষ্টা করছে ঘাসফুল শিবির। সব মিলিয়ে তৃণমূলের এই উদ্যোগ কতটা সফলতা পায়, সেদিকেই নজর থাকবে সকলের।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!