এখন পড়ছেন
হোম > রাজনীতি > পঞ্চায়েতে মৃত্যু নিয়ে রাজ্যপালের তোপে কমিশন ! শোরগোল রাজ্যজুড়ে !

পঞ্চায়েতে মৃত্যু নিয়ে রাজ্যপালের তোপে কমিশন ! শোরগোল রাজ্যজুড়ে !


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রাজ্য নির্বাচন কমিশনের হিসেবে রাজীব সিনহার নামে সবুজ সংকেত দিয়েছিলেন রাজ্যপাল। কিন্তু বর্তমানে সেই রাজীব সিনহা যখন পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে পরিস্থিতি সামলাতে কার্যত ব্যর্থ, তখন বিরোধীরা তাকে কটাক্ষ করতে শুরু করেছে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী আবার রাজ্যপাল কেন এই নামে সবুজ সংকেত দিয়েছেন, তা নিয়েই প্রশ্ন তুলে দিয়েছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই নির্বাচন কমিশনারের বিরুদ্ধে মুখ খুললেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

প্রসঙ্গত, এদিন রাজ্যের পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পর্বের প্রথম থেকে শেষ পর্যন্ত লাগাতার হিংসা নিয়ে রীতিমতো হতাশা প্রকাশ করেন রাজ্যপাল। সাংবাদিক বৈঠকে কমিশনকে আক্রমণ করে তিনি বলেন, “বাংলায় নির্বাচনে হিংসা দুর্ভাগ্যজনক। এটা ঠিক যে, আমি এই নির্বাচন কমিশনারকে নিয়োগ করেছি। কিন্তু তার ভূমিকা বাংলার মানুষকে হতাশ করেছে। নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটি মানুষের রক্তের বিন্দুর জন্য দায়ী থাকবে কমিশন।”

বিশেষজ্ঞদের মতে, এমনিতেই আদালতে ভর্ৎসনার মুখে পড়ে রীতিমত ব্যাকফুটে রাজ্য নির্বাচন কমিশন। আর এবার যে রাজ্যপাল তাকে নিয়োগ করেছিলেন, সেই রাজ্যপালের পক্ষ থেকেই কমিশনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে দেওয়া হল। যার ফলে আরও চাপের মুখে পড়ে গেলেন বর্তমান নির্বাচন কমিশনার রাজীব সিনহা। এতদিন বিরোধীদের পক্ষ থেকে বলা হয়েছিল, রাজ্যে এই লাগাতার সন্ত্রাস এবং একের পর এক প্রাণ যাওয়ার জন্য দায়ী থাকবেন নির্বাচন কমিশনার। আর এবার সেই একই কথা শোনা গেল রাজ্যের সাংবিধানিক প্রধান তথা রাজ্যপালের গলায়। তবে রাজ্যপালের এই আক্রমণের মুখে পড়ে নির্বাচনে হিংসা আটকাতে কতটা সচেষ্ট হয় রাজ্য নির্বাচন কমিশন, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!