এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “নির্বাচন কমিশন তো দিদি শাসিত” ভোটের মুখে একি বললেন হেভিওয়েট!

“নির্বাচন কমিশন তো দিদি শাসিত” ভোটের মুখে একি বললেন হেভিওয়েট!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- আদালত থেকে রাজভবন, প্রত্যেকটি জায়গাতেই কার্যত প্রশ্নের মুখে পড়ছে নির্বাচন কমিশনের ভূমিকা। বর্তমান নির্বাচন কমিশনারকে ভর্ৎসিত হতে হচ্ছে বিভিন্ন ক্ষেত্রে। বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে, এই নির্বাচন কমিশন শাসকদলের দলদাস হয়ে কাজ করছেন। আর এই পরিস্থিতিতে এবার সেই নির্বাচন কমিশনারকে আক্রমণ করতে গিয়ে দিদি শাসিত বলে কটাক্ষ করলেন বিজেপির রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার।

প্রসঙ্গত, এদিন নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে একটি প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বালুরঘাটের বিজেপি সাংসদ বলেন, “মমতা বন্দ্যোপাধ্যায় তো নির্বাচন কমিশনকে স্বশাসিত রাখেননি। নির্বাচন কমিশন তো এখন দিদি শাসিত হয়ে গিয়েছে। কেন্দ্রীয় বাহিনী নিয়ে আদালতের নির্দেশের পর সন্ধ্যেবেলা কমিশন এক কথা বলছে, আর পরদিন সকালবেলা আর এক কথা বলছে। অর্থাৎ বোঝাই যাচ্ছে তৃণমূলের কথামতো সমস্ত কিছু করা হচ্ছে।”

একাংশের মতে, বিরোধীদের পক্ষ থেকে বর্তমান নির্বাচন কমিশনারের বিরুদ্ধে অভিযোগ নতুন কিছু নয়। প্রথম থেকেই বিরোধী দল বিজেপি এই নির্বাচন কমিশনারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছে। শুধু বিজেপি নয়, বাম থেকে শুরু করে কংগ্রেসের মত একাধিক বিরোধী রাজনৈতিক দলগুলো রাজীব সিনহাকে নির্বাচন কমিশনারের আসনে বসানো নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছিল। আর এবার সেই নির্বাচন কমিশনারের স্বশাসিত ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে রীতিমতো কটাক্ষ ছুড়ে দিলেন সুকান্ত মজুমদার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!