এখন পড়ছেন
হোম > রাজ্য > হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠক থেকে কনজরে কি কি বললেন মুখ্যমন্ত্রী

হুগলির গুড়াপে প্রশাসনিক বৈঠক থেকে কনজরে কি কি বললেন মুখ্যমন্ত্রী


হুগলির গুড়াপে আজ মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠক করছেন ৷ উপস্থিত রয়েছেন জেলাশাসক, পুলিশ সুপার,প্রতিটি ব্লকের ওসি, আইসি, বিডিও, পঞ্চায়েত সমিতির সভাপতি,সমস্ত বিধায়ক ও পুরপ্রধানরা। একনজরে কি কি বললেন মুখ্যমন্ত্রী –

১.উন্নয়নের প্রশ্নে কাউকে রেয়াত করা হবে না৷
২. বিষ্ণুপুর-তারকেশ্বর রেললাইনের কাজ দ্রুত শুরু করতে হবে৷ সিপিআইএম চায় না কাজ হোক তাই যারা কাজ করতে দেবে না, তাদের চিহ্নিত করতে হবে।
৩.এলাকার আধিকারিক, জন প্রতিনিধিদের কাছ থেকে উন্নয়নের হাল হকিকৎ-এর খোঁজ খবর নিচ্ছেন।
৪.এগ্রিকালচার প্রজেক্ট,সবুজ দ্বীপ ,খানাকুলের কি কাজ হয়েছে?খবর নেন।
৫.বেচারাম মান্নাকে দাঁড় করিয়ে জানতে চান- ‘‘বেচা উন্নয়ন কেমন হচ্ছে?’’ বাচারামবাবু জানান,‘‘দিদি কাজ ভাল হচ্ছে৷ কিন্তু আমার এলাকার ২৮ শতাংশ মানুষ সংখ্যালঘু৷ তাই এই ব্লককে যদি একটু বাড়তি বরাদ্দ করা হয়৷’’
৬.জয়রামবাটি-কামারপুকুর রাস্তার জন্য ১ কোটি ৯০ লক্ষ টাকা বরাদ্দ করা হলো

৭.‘‘ঝগড়াঝাঁটি যেন আর না দেখি৷ উন্নয়নে মন দাও৷’’তারকেশ্বর মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান -কে নির্দেশ।
৮. ‘‘আরামবাগ থানার নতুন ভবনের কাজ তাড়াতাড়ি শুরু করুন৷’’ নির্দেশ পুলিশ সুপারকে।
৯.কন্যাশ্রী কেমন চলছে? প্রশ্ন জেলাশাসক-কে। ‘‘শুধু একটা ক্ষেত্রে লক্ষ্যমাত্রা পূরণ করলে চলবে না৷ প্রতিটি ক্ষেত্রেই লক্ষ্যমাত্রা পূরণ করতে হবে৷ মনে রাখবেন- আমি কিন্তু নজর রাখছি, আর যেন সময় নষ্ট না হয়৷’’হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!