টাকা ছড়িয়ে দাঙ্গা বাধাচ্ছে বিজেপি দাবি মুখ্যমন্ত্রীর রাজ্য December 3, 2017 টাকা ছড়িয়ে খণ্ডযুদ্ধ বাধাচ্ছে বিজেপি ,বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় অভিযোগ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।দক্ষিণ ২৪ পরগনায় গত কয়েকমাসে অনেকবার গোষ্ঠী সংঘর্ষের ঘটনা ঘটেছে।এই দাঙ্গায় কেউ হয়েছে ঘরছাড়া আবার কারুর ঘরকে পুড়ে যেতে হয়েছে আগুনে।এই ঘটনার পরিপ্রেক্ষিতে উঠে এসেছিল কিছু স্থানীয় নেতৃবৃন্দের নাম।ঘটনার দায় এক গোষ্ঠীর নেতা-কর্মীরা অন্যদের উপর চাপিয়ে দিতে রীতিমতো ময়দানে নেমে পড়েছিলেন।সেই সূত্রেই বৃহস্পতিবার দক্ষিণ ২৪ পরগনার গোসাবায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির উদ্দেশ্যে অভিযোগ তুলে বলেন যে রাজ্যে সম্প্রীতির পরিবেশ নষ্ট করার লক্ষ্যে তারা ‘গো-মাংস’র রাজনীতি থেকে দাঙ্গা বাধানোর ছক কষছে।পাশাপাশি তিনি সুন্দরবন সীমান্তে এসে সাধারণ মানুষকে জঙ্গি অনুপ্রবেশ নিয়ে সতর্ক করে বলেন, ‘ অচেনা-অজানাদের নিয়ে সাবধান থাকুন।এরা বন্ধু সেজে আসে। তারপর সর্বনাশ করে যায়।’তিনি আরো জানান যে দুই ২৪ পরগনার সীমান্ত থেকে ভিন্ন রাজ্যের বহু লোক ঢুকেছে।তারা কখনো বা টাকা দিয়ে কখনো বা মাংস খাইয়ে প্ররোচনার মাধ্যমে দিয়ে দাঙ্গা বাধানোর চেষ্টা করছে।এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ পাল্টা বলেন, তারা কোথাও কোনো দাঙ্গাতেই মদত দেয়নি। মুখ্যমন্ত্রীর তোষণের রাজনীতির ফলই হলো গ্রামে গ্রামে দাঙ্গা। আর নরেন্দ্র মোদী সরকারই হল প্রকৃত গরিব-বন্ধু সরকার।পরস্পর বিরোধী নানান দোষারোপের দ্বারা দাঙ্গার রূপের আদৌ পরিবর্তন হওয়া সম্ভব কিনা তা দেখার বিষয়। আপনার মতামত জানান -