এখন পড়ছেন
হোম > রাজ্য > ‘পিতা-পুত্রে’র সম্পর্ক নিয়ে এবার মুকুলকে কটাক্ষ পার্থর

‘পিতা-পুত্রে’র সম্পর্ক নিয়ে এবার মুকুলকে কটাক্ষ পার্থর


‘পিতা-পুত্রে’র সম্পর্কের ফাটলকে চওড়া করতে আক্রমণের পথকেই বেছে নিয়েছেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।শুক্রবার দুপুরে যাবতীয় মতবাদের অবসান ঘটিয়ে উত্তর ২৪ পরগণার হাড়োয়ায় মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনসভায় হাজির হন মুকুল পুত্র, বীজপুরের তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়।উক্ত দিনের বিকেলে বোলপুরের ডাকবাংলোর মাঠে পঁয়ত্রিশতম জেলা প্রাথমিক বিদ্যালয়ের ক্রীড়া প্রতিযোগিতার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মুকুল রায়কে আক্রমণ করলেন তৃণমূলের মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।মুকুলের নাম না উল্লেখ করে শিক্ষামন্ত্রীর কটাক্ষ, ”যাকে বাড়ির লোকই নিরাপত্তা দিচ্ছে না, ছেলে বলছে আমি আমার বাবার সঙ্গে নেই, তাকে আবার ওয়াই, জেড নিরাপত্তা দিয়ে কি লাভ? ওঁনার সাথে ওই চারটে লোকই ঘুরবে!” মুকুল রায়ের দলবদল সম্পর্কে তীব্র শ্লেষের সঙ্গে পার্থ প্রবাদ আওড়ে বলেন, ”কত হাতি গেল তল, মশা বলে কত জল!”

প্রসঙ্গত, কয়েকদিন মুকুল রায় প্রসঙ্গে কার্যত নীরবই থাকতে দেখা গিয়েছে পার্থবাবুকে। এমনকি মুখ্যমন্ত্রীর বিশ্ব-বাংলা লোগো প্রসঙ্গেও তিনি মুখ খোলেন নি।কিন্তু এদিন মুখ্যমন্ত্রীর জনসভার মঞ্চে মুকুল-তনয় হাজির হওয়ায় রীতিমতো আক্রমণ করলেন বিজেপি নেতা মুকুল রায়কে।এপ্রসঙ্গে কোনও প্রতিক্রিয়া মেলেনি মুকুল রায়ের তরফ থেকে।পার্থর এবারের আক্রমণের জবাবে মুকুল রায় এবার কি বলেন, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!