এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > “অভিষেক কে?” জ্যোতিপ্রিয়র মুখে এ কোন কথা! ফাঁস হবে গোপন তথ্য, উচ্ছ্বসিত বিজেপি!

“অভিষেক কে?” জ্যোতিপ্রিয়র মুখে এ কোন কথা! ফাঁস হবে গোপন তথ্য, উচ্ছ্বসিত বিজেপি!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-গোটা তৃণমূল দলটায় দুর্নীতি বাসা বেধেছে। কে আগে জেলে যাবে, আর কে পরে জেলে যাবে, তা নিয়েই চলছে প্রতিযোগিতা। বিরোধীদের বক্তব্য অবশ্য তেমনটাই। তারা এটাও বলছেন যে, বর্তমানে তৃণমূলের যিনি যুবরাজ রয়েছেন, তিনি চাইছেন, দলের যারা পুরনো নেতা রয়েছেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ রয়েছেন, তারা যত বেশি বিপদে পড়ুক, ততই তার লাভ। সম্প্রতি রেশন বন্টন দুর্নীতি কান্ডে গ্রেফতার হয়েছেন জ্যোতিপ্রিয় মল্লিক। তার গ্রেপ্তারির পর অনেকে আবার এটাও দাবি করছেন যে, এর পেছনে বাংলার সেই স্বনামধন্য যুবরাজের কোনো কলকাঠি নেই তো? আর এর মাঝেই আজ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে প্রশ্ন করতেই যে কথা জ্যোতিপ্রিয় মল্লিক বললেন, তা শুনে অনেকেই চমকে যাচ্ছেন।

প্রসঙ্গত, বর্তমানে ইডি হেফাজতে রয়েছেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী এবং বর্তমান বনমন্ত্রী। আর এই পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা শিক্ষা নিয়োগ দুর্নীতি মামলায় আবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠিয়েছে। আগামীকাল তাকে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। আর সেই বিষয় নিয়েই আজ যখন জ্যোতিপ্রিয় মল্লিককে স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন তাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম করে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে এমন একটা ভাব দেখালেন জ্যোতিপ্রিয়বাবু, যেন তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম জীবনে শোনেননি। এদিন জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “কোন বন্দ্যোপাধ্যায় আমি জানি না। অভিষেক বন্দ্যোপাধ্যায় কে? আমাদের লিডার?”

একাংশ বলছেন, একবার ভেবে দেখুন তো, জ্যোতিপ্রিয় মল্লিকের মত নেতার কাছে এই ধরনের বক্তব্য কি আশা করা যায়? তাহলে কি সাধারণ মানুষের মনের মধ্যে যে প্রশ্নটা রয়েছে যে, অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অনেক পুরনো নেতাদের বিপদে ফেলার চেষ্টা করছেন, সেটা কি ধরে ফেলেছেন গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিক! আজকে তার বক্তব্য শুনে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।বিজেপির দাবি, এবার ধীরে ধীরে গোপন তথ্য ফাঁস হতে শুরু করবে। জ্যোতিপ্রিয় মল্লিক অনেক কিছু জানেন। তার পেট থেকে অনেক তথ্য বের হতে পারে। তাই সব সময় তার পাশে থাকার কথা বলছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল। কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিয়ে জ্যোতিপ্রিয় মল্লিক যে কথা বললেন, তাতে স্পষ্ট যে, বাংলার যুবরাজের প্রতি তিনি খুব একটা খুশি নন। তাই এই সময় যখন সংকট চলছে জ্যোতিপ্রিয়বাবুর, তখন তিনি যুবরাজকে খুশি রাখতে তাকে ইডি যে নোটিশ পাঠিয়েছে, তার বিরোধিতা করতেই পারতেন। তাহলে তো তিনি ভাইপোর কাছে আরও বেশি প্রশংসার পাত্র হতে পারতেন। কিন্তু তা না কর জ্যোতিপ্রিয় মল্লিক এমন একটি প্রশ্ন করলেন যে, “অভিষেক বন্দ্যোপাধ্যায় কে!” তা শুনে মনে করা হচ্ছে যে, তিনি যুবরাজের প্রতি যথেষ্ট ক্ষিপ্ত রয়েছেন। আর এই রাগ জমা হতে হতে ভবিষ্যতে বড় কোনো বিস্ফোরণ হবে। আর তাতেই তৃণমূল দল, ভাইপো এবং তার সর্বেসর্বা পিসির সব চালাকি ধ্বংস হবে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, জ্যোতিপ্রিয় মল্লিকের মত নেতারা খুব ভালো করে জানেন যে, কিভাবে তাদের দলের মধ্যে কোণঠাসা করে দেওয়া হচ্ছে! কিভাবে তাদের ওপর অত্যাচার চালাচ্ছে যুবরাজ বাহিনী! তাই গ্রেপ্তার হওয়ার পর তিনি যে যুবরাজের প্রতি অত্যন্ত অসন্তুষ্ট, তা সাংবাদিকরা প্রশ্ন করতেই স্পষ্ট করে দিলেন। অবশ্য হবে নাই বা কেন? শুধু তিনি জেলে যাবেন, আর ওপর তলার যারা সুবিধে নিয়েছে, তারা চুপচাপ নিশ্চিন্তে ঘুমোবেন, এটা তো সহ্য করতে পারবেন না জ্যোতিপ্রিয় বাবুর মত নেতারা। তাই এবার বিরোধিতা তৈরি হচ্ছে দলের মধ্যেই। কিছু না বলেও জ্যোতিপ্রিয় মল্লিক যা বলে দিলেন, তাতে চরম চাপে পিসি- ভাইপো। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!