এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > ফের নির্দোষ প্রমানের নাটক জ্যোতিপ্রিয়র! লজ্জা শরম কিছুই নেই, তুলোধোনা বিজেপির!

ফের নির্দোষ প্রমানের নাটক জ্যোতিপ্রিয়র! লজ্জা শরম কিছুই নেই, তুলোধোনা বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-লজ্জা, শরম সব কি ধুয়ে খেয়ে নিয়েছেন তৃণমূল সরকারের স্বনামধন্য মন্ত্রী বর্তমানে জেলে থাকা জ্যোতিপ্রিয় মল্লিক? হ্যাঁ, এই প্রশ্ন করতে বাধ্য হচ্ছে বিরোধীরা। কারণ তিনি জেলে রয়েছেন। সম্প্রতি তাকে ইডি গ্রেফতার করেছে। তারপর তার 10 দিনের মেয়াদ শেষে তাকে আদালতে পেশ করার সময় তিনি বাইরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন যে, তিনি নির্দোষ। আদালত অবশ্য তাকে আবার সাত দিনের হেফাজত দিয়েছে। ফলে আইন ব্যবস্থার এই নির্দেশ দেখে একটা জিনিস স্পষ্ট হয়ে গিয়েছে যে, দুর্নীতিতে বেশ ভালোভাবেই হাত পাকিয়েছেন রাজ্যের এই মন্ত্রী। তা না হলে অন্তত আদালত তাকে আবার দ্বিতীয়বার এই হেফাজত দিত না। পরবর্তীতে আবার যখন তার এই হেফাজতের মেয়াদ শেষ হবে, তখন আদালত কি নির্দেশ দেবে, সেটা সময় বলবে। কিন্তু আজ তার স্বাস্থ্য পরীক্ষা করাতে নিয়ে গিয়েছিলেন ইডি আধিকারিকরা। আর সেখানেই সাংবাদিকদের মুখোমুখি হয়ে আবার নিজেকে নির্দোষ প্রমাণ করে নির্লজ্জের পরিচয় দিলেন রাজ্যের মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। যে বিষয়কে সামনে রেখে সোচ্চার হচ্ছে বিরোধীরা।

প্রসঙ্গত এদিন রাজ্যের এই মন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক বলেন, “আমি নির্দোষ। আপনাদের ক্লিয়ার বলে দিচ্ছি, আগামী 13 তারিখ আমাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হবে। সেখানেই সবকিছু স্পষ্ট হয়ে যাবে।” অর্থাৎ আবার আর একটা নাটক রাজ্যের এই গ্রেপ্তার হওয়া মন্ত্রী শুরু করে দিলেন। আদালতে যখন তিনি যাচ্ছেন, তখন আদালত কক্ষের ভিতরে গিয়ে জামিনের আবেদন করার মত সাহস তার হচ্ছে না। কারণ তিনি জানেন, তিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। শেষবার যখন তাকে আদালতে তোলা হয়েছিল, তখন তিনি নিজের জামিনের আবেদনটুকু করেননি বলেই খবর। ফলে বাইরে বড় বড় কথা বলে নিজেকে নির্দোষ প্রমাণ করে মিডিয়া হাইপ তুলে জ্যোতিপ্রিয় বাবু নিজেকে চরম সততার প্রতীক হিসেবে তুলে ধরার মরিয়া চেষ্টা শুরু করে দিলেন। কিন্তু এত সহজে বরফ গলবে না বলেই দাবি একাংশের।

বিজেপির দাবি, এক ঝাড়ে তো আলাদা বাঁশ হয় না। দুর্নীতির প্রধান নায়িকা রাজ্যের প্রশাসনিক প্রধান এই দুর্নীতি করতে প্রশ্রয় দিয়েছেন জন্যই তো দুর্নীতি হয়েছে। তিনি নিজেকে সততার প্রতীক হিসেবে প্রমাণ করার চেষ্টা শুরু করে দিয়েছেন। তাই গ্রেফতার হওয়া জ্যোতিপ্রিয় মল্লিকও লজ্জার মাথা খেয়ে এদিন আবারও দাবি করে বসলেন যে, তার এই যে হেফাজত চলছে, সেই হেফাজত শেষে যেদিন তাকে আদালতে তোলা হবে, সেদিন তিনি নির্দোষ বলে সকলের কাছে স্পষ্ট করে দেবেন। মানুষের খাদ্য চুরি করে, রেশন চুরি করে, কোটি কোটি টাকা আত্মসাৎ করার পরেও যে মন্ত্রী এত বড় বড় দাবি করতে পারেন, তার লাজ লজ্জা কিছুই নেই। এরা সব সীমা অতিক্রম করেছে বলেই দাবি গেরুয়া শিবিরের।

পর্যবেক্ষকদের মতে, একটা সহজ সরল প্রশ্ন হচ্ছে, জ্যোতিপ্রিয় বাবু কেন কিছুদিন আগে তো আদালতে তাকে তোলা হয়েছিল, তখন তিনি নিজের স্বপক্ষে যুক্তি দিলেন না! শুধুমাত্র বাইরে কেন তিনি বড় বড় কথা বলছেন! আসলে আদালতের সামনে যদি তিনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে যান, তাহলে তিনিও খুব ভালো বোঝেন যে, তার বিপদ আরও বাড়তে পারে। ইডি তাকে জেরা করে যে সমস্ত তথ্য পাচ্ছে এবং ভবিষ্যতে পাবে, তাতে তিনি শুধু নন, তার পথ ধরে আরও অনেক হেভিওয়েট ভেতরে ঢুকবেন। আর এখন মন্ত্রী সাহেবের যা পরিস্থিতি, তাতে সংবাদ মাধ্যমের সামনে কিছু বলা ছাড়া তারা কারও সামনে প্রমাণ করার মতো কোনো বিষয় নেই। তাই মানুষের চোখে ভালো থাকতে জেলের ভিতর থেকেও নিজেকে সাধু প্রমাণ করার চেষ্টা করে আবার একটা নির্দোষের নাটক শুরু করে দিলেন রাজ্যের প্রাক্তন খাদ্যমন্ত্রী। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!