এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > এগিয়েও পিছিয়ে এলেন মদন মিত্র, কিসের চাপ, উঠছে প্রশ্ন?

এগিয়েও পিছিয়ে এলেন মদন মিত্র, কিসের চাপ, উঠছে প্রশ্ন?


লোকসভা নির্বাচনের পর থেকেই ভগবান রামকে কেন্দ্র করে শাসক দল তৃণমূল বনাম বিরোধী দল বিজেপির মধ্যে তরজা চরম আকার ধারণ করেছিল। যার পরিপেক্ষিতে রামকে নিয়ে বিজেপি রাজনীতি করছে বলে সরব হতে দেখা গিয়েছিল তৃণমূল কংগ্রেসকে।

অন্যদিকে ভগবান রাম শৌর্য-বীর্যের প্রতীক বলে পাল্টা তৃণমূলকে খোচা দিয়েছে বিজেপি। আর এমত একটা অবস্থায় কিছুদিন আগেই নিজের ভবানীপুরের বাড়িতে রামকথার আয়োজন করার কথা ঘোষণা করেছিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী তথা তৃণমূল নেতা মদন মিত্র।

কথা ছিল, 24 শে জুলাই বুধবার তার ভবানীপুরের বাড়িতে এই রামকথা অনুষ্ঠান হবে। এমনকি এই অনুষ্ঠানে যে প্রচুর মানুষ উপস্থিত হবেন, সেই আন্দাজও করা হয়েছিল। কিন্তু অবশেষে অনুষ্ঠানের ঠিক একদিন আগেই সেই রামকথা বাতিল করে দেওয়ার সুর শোনা গেল মদন মিত্রের গলায়। কিন্তু কেন এমনটা করলেন তিনি!

প্রসঙ্গত, সারদাকাণ্ডে জেল থেকে ছাড়া পাওয়ার পরই রাজনীতির রণাঙ্গনে উঠে আসতে চেয়েছিলেন মদন মিত্র। আর তারপরই সদ্যসমাপ্ত ভাটপাড়া বিধানসভা উপনির্বাচনে তাকে প্রার্থী করে একটি সুযোগ দিয়েছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সেখানে বিজেপি নেতা অর্জুন সিংহের পুত্র পবন সিংহের কাছে হেরে যেতে হয় মদন মিত্রকে। যার ফলে কিছুটা হলেও ভেঙে পড়েন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরপরই আশ্চর্যজনকভাবে জেলে থাকার সময় রাজ্য সরকারের পুলিশের অসহযোগিতা থেকে শুরু করে কাটমানির ব্যাপারে বিভিন্ন মন্তব্য করে ফেসবুক লাইভে এসে দলকে অস্বস্তিতে ফেলে দিয়েছিলেন সেই মদন মিত্র। তবে সম্প্রতি নিজের বাড়িতে তিনি রামকথার আয়োজনের ঘোষণা করলে প্রবল অস্বস্তিতে পড়ে তৃণমূল। অনেকেই ভেবেছিলেন যে, রামের প্রতি মদন মিত্রের এহেন ভক্তি কি তাকে বিজেপির দিকে টেনে নিয়ে যাচ্ছে!

যদিও আগে তিনি বলেছিলেন, “দল না চাইলে বাড়িতে রামনামের অনুষ্ঠান করব না । দলের শীর্ষ নেতৃত্ব যদি মনে করে, তৃণমূলের লাইন বিরোধী হচ্ছে তাহলে রামপুজো বন্ধ করে দেব ।” শেষমেশ তাই করলেন মদন ।

রাজনৈতিক মহলে যখন এই জল্পনা চলছে, ঠিক তখনই সেই রামকথা আয়োজন বাতিলের ঘোষণা করলেন মদন মিত্র। সূত্রের খবর, মঙ্গলবার তিনি বলেন, “রাজ্য তথা গোটা দেশে যখন জয় শ্রীরাম ধ্বনি তুলে নিরীহ মানুষদের আক্রমণ করা হচ্ছে, খুন করা হচ্ছে, সেখানে আমি যদি এখন রামকথা আয়োজন করি, তাহলে সমস্যা বাড়তে পারে। তাই এখন আমি মা-মাটি-মানুষের পুজো করতে চাই।”

আর মদন মিত্রের এই কথা শুনে অনেকে বলছেন, তৃণমূলের এই নেতা রামকথা আয়োজন করতে চাইলে হয়ত দলের শীর্ষস্তরের তরফে ধমক খেতে হয়েছে তাকে। কেননা ভবানীপুরের মতো জায়গায় নিজের বাড়িতে তিনি যদি রামকথার আয়োজন করেন, তাহলে সেই ভবানীপুরেই বাস করা তার দলের সুপ্রিমো তথা তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে তার প্রতি রুষ্ট হতে পারেন, সেই আশঙ্কাতেই এবার নিজের এই রামভক্তি থেকে সরে এলেন রাজ্যের প্রাক্তন পরিবহণমন্ত্রী বলে মত বিশেষজ্ঞদের।

যদিও জল্পনা ছড়িয়েছে যে, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় না কি চাইছেন না মদন বাড়িতে রামের পুজো করুক । তাতে বিতর্ক বাড়তে পারে । মদনের রামপুজোর উদ্যোগ নেওয়াকেও দলনেত্রী খুব একটা ভালোভাবে নেননি । যে কারণেই বাতিল অনুষ্ঠান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!