এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > রেল দুর্ঘটনার পরেই অর্থ বরাদ্দ নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস, চমকে দিলেন অধীর!

রেল দুর্ঘটনার পরেই অর্থ বরাদ্দ নিয়ে বিস্ফোরক তথ্য ফাঁস, চমকে দিলেন অধীর!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-বারবার কেন্দ্রীয় সরকার ডিজিটাল ইন্ডিয়ার কথা বলছে। যেখানে বন্দে ভারত থেকে শুরু করে একাধিক আধুনিক ট্রেন চালানোর ব্যবস্থা করা হয়েছে। কিন্তু এর মাঝেই শুক্রবার দেশে ঘটে গিয়েছে ভয়াবহ রেল দুর্ঘটনা। প্রচুর মানুষের মৃত্যুর খবর সামনে আসছে। আর এই পরিস্থিতিতে পরিকাঠামো নিয়ে প্রশ্ন তুলছে বিরোধীরা। তবে এবার সেই পরিকাঠামো নিয়ে প্রশ্ন তোলার পাশাপাশি সমস্ত অর্থ যদি বুলেট ট্রেন এবং বন্দে ভারতের মতো এক্সপ্রেসের ক্ষেত্রেই বরাদ্দ করা হয়, তাহলে এই সমস্ত দিকে কিভাবে নজর দেওয়া সম্ভব হবে, তা নিয়েই প্রশ্ন তুলে দিলেন লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী।

প্রসঙ্গত, এদিন এই ভয়াবহ রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে কটাক্ষ করেন অধীর রঞ্জন চৌধুরী। তিনি বলেন, “বারবার বুলেট ট্রেন, বুলেট ট্রেন প্রসঙ্গ‌। কিন্তু শুনলে আপনি চমকে যাবেন, রোজ দেশের 25 লক্ষ মানুষ রেল সফর করে। বুলেট ট্রেন চালাতে সব অর্থ ওখানেই বরাদ্দ করা হচ্ছে। কোথাও আবার বন্দে ভারতের কথা বলা হচ্ছে। তাই এই সমস্ত খাতে যদি ঠিকমতো নজর না দেওয়া হয়, তাহলে তা সবথেকে বড় ভুল হবে। যার ফল আমাদের ভুগতে হচ্ছে।”

অর্থাৎ অধীর চৌধুরী বুঝিয়ে দিতে চাইলেন যে, বুলেট ট্রেন এবং বন্দে ভারত এক্সপ্রেসের মত ট্রেন চালানোর ক্ষেত্রেই সমস্ত অর্থ সেখানে বরাদ্দ করছে কেন্দ্রীয় সরকার। কিন্তু আর চার-পাঁচটা সাধারণ ট্রেনের পরিষেবার দিকে ঠিকমতো নজর দেওয়া হচ্ছে না। যার কারণেই এই সমস্ত বড় দুর্ঘটনার সম্মুখীন হচ্ছে ভারতীয় রেল। স্বভাবতই অধীর চৌধুরীর এই বক্তব্য যে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং কেন্দ্রীয় সরকারকে ব্যাপকভাবে চাপের মুখে ফেলে দেবে, সেই ব্যাপারে নিশ্চিত পর্যবেক্ষকরা। তবে অধীরবাবুর এই বক্তব্যের পরিপ্রেক্ষিতে কেন্দ্রের পক্ষ থেকে কোনো প্রতিক্রিয়া আসে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!