এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > উত্তরবঙ্গে ভাঙন রুখে গেরুয়া ঝড় স্তিমিত করতে মমতা একযোগে পাঠালেন চার হেভিওয়েট মন্ত্রীকে

উত্তরবঙ্গে ভাঙন রুখে গেরুয়া ঝড় স্তিমিত করতে মমতা একযোগে পাঠালেন চার হেভিওয়েট মন্ত্রীকে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মিশন উত্তরবঙ্গ। সম্প্রতি উত্তরবঙ্গে ভাঙন আজ, শনিবার বৌদ্ধ সম্প্রদায়ের হাজার হাজার নাগরিককে নিয়ে রাজ্যের চার মন্ত্রী শিলিগুড়ির রাজপথে মিছিল করবেন বলে জানা গেছে। যাঁদের মধ্যে আছেন পূর্তমন্ত্রী অরূপ বিশ্বাস, পর্যটনমন্ত্রী গৌতম দেব, উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ ও অনগ্রসর শ্রেণিকল্যাণমন্ত্রী বিনয়কৃষ্ণ বর্মন।

জানা গেছে, ওই মিছিলে যোগ দিতে আজ দুপুরে অরূপ বিশ্বাস কলকাতা থেকে বাগডোগড়ায় যাবেন। অন্যদিকে, সংগঠন সূত্রে জানা গেছে, পাহাড় ছাড়াও শিলিগুড়ি থেকে আলিপুরদুয়ার পর্যন্ত বিভিন্ন এলাকায় বৌদ্ধরা রয়েছেন। সেখানে প্রায় দেড় মাস ধরে চেষ্টা চালিয়ে বৌদ্ধ সম্প্রদায়ের নাগরিকদের সংগঠিত করা হয়েছে। ফলত আজ শহরের জোড়া মহানন্দা সেতুর কাছে তাঁদের নিয়ে জমায়েত হবে বলেই জানান হয়েছে।

আপনার মতামত জানান -

সেইসঙ্গে প্রথমে এদের হাতে দলীয় পতাকা তুলে দেওয়ার পর, তাঁদের নিয়ে মিছিল করা হবে। সেইসঙ্গে এই মিছিল শেষে বাঘাযতীন পার্কে একটি সমাবেশ করা হবে বলেও জানান হয়েছে। সম্প্রতি এই বিষয়ে তৃণমূলের উদ্বাস্তু সেলের রাজ্য সভাপতি মুকুল বৈরাগ্য জানান, কেন্দ্রীয় সরকারের এনআরসি, সিএএ সহ বিভিন্ন জনবিরোধী নীতির প্রতিবাদে মমতা বন্দ্যোপাধ্যায় লড়াই করছেন।

এই লড়াইতে তথা মুখ্যমন্ত্রীর উন্নয়নে শামিল হতেই বৌদ্ধরা তৃণমূলে আসছেন। সেইসঙ্গে তাঁদের বিকাশে মুখ্যমন্ত্রী যে উন্নয়ন বোর্ড গড়েছেন, সে সম্পর্কে তাঁরা এতদিন জানতেন না বলেই দাবি করেছেন তিনি। কারণ বিজেপি তাঁদেরকে ভুল বুঝিয়ে নিজেদের দিকে ধরে রেখেছিল বলেই অভিযোগ করতে দেখা গেছে তাঁকে।

তাঁর কথায়, উত্তরবঙ্গে বিভিন্ন জনগোষ্ঠীর উন্নয়নে অনেকদিন আগেই উদ্যোগী হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যে তিনি শেরপা, তামাং, গুরুং, লেপচা প্রভৃতি সম্প্রদায়ের জন্য পৃথক পৃথক উন্নয়ন বোর্ড গঠন করেছেন বলেও জানান হয়েছে। তাই এবার সেই সংশ্লিষ্ট বোর্ডগুলির একাংশের নেতৃত্বেই বৌদ্ধরা তৃণমূলে শামিল হচ্ছেন বলে জানা গেছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই আজ, উত্তরবঙ্গের অঘোষিত রাজাধানী শহর শিলিগুড়িতে তৃণমূল কংগ্রেসের উদ্বাস্তু সেল যে মিছিল ও সমাবেশের আয়োজন করছে সেটা নিয়ে ভোটের মুখে তৃণমূল বেশ তাৎপর্যপূর্ণ কাজ করেছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। অন্যদিকে ইতিমধ্যে বিজেপি উত্তরবঙ্গের এক বিধায়ককে দলে টেনেছেন বলেও জানা গেছে।

এমন প্রেক্ষাপটে বৌদ্ধরা তৃণমূল শিবিরে যোগদান করায় বিজেপি কার্যত চাপে পড়েছে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে যদিও এরই মধ্যে, বিজেপির শিলিগুড়ি সাংগঠনিক জেলা কমিটির সম্পাদক আনন্দময় বর্মন দাবি করেছেন, মানুষ এখন বিজেপির সঙ্গে। কাজেই, এধরনের বিভাজনের রাজনীতি করে তৃণমূল নিজেদের গদি বাঁচাতে পারবে না বলেই জানিয়েছেন তিনি।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!