এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > আর ৪ দিনেই মেদিনীপুরে অমিত শাহ? উঠবে রাজ্য-রাজনীতির সব থেকে বড় ঝড়? তীব্র জল্পনা বিজেপিতেই

আর ৪ দিনেই মেদিনীপুরে অমিত শাহ? উঠবে রাজ্য-রাজনীতির সব থেকে বড় ঝড়? তীব্র জল্পনা বিজেপিতেই


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – মেদিনীপুরের ভূমিপুত্র শুভেন্দু অধিকারীকে নিয়ে যখন ব্যাপক জল্পনা তৈরি হয়েছে, ঠিক তখনই সেই মেদিনীপুরে আসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আর অমিত শাহের এই সফরকে কেন্দ্র করে এবার ব্যাপক গুঞ্জন ছড়িয়ে পড়ল গোটা বাংলা জুড়ে। সূত্রের খবর, সমস্ত কিছু ঠিকঠাক থাকলে আগামী বৃহস্পতিবার মেদিনীপুরে সাংগঠনিক বৈঠকে যোগ দিতে আসছেন বিজেপির সর্বভারতীয় চাণক্য অমিত শাহ। যেখানে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্য নেতৃত্ব উপস্থিত থাকার কথা বলে খবর। জানা গেছে, মেদিনীপুরের একটি স্পোর্টস কমপ্লেক্সে এই বৈঠক হতে পারে। কিন্তু অন্য কোনো জায়গা থাকতে কেন মেদিনীপুর শহরকেই বেছে নেওয়া হল! এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

বস্তুত, কিছুদিন আগেই উত্তরবঙ্গে বৈঠক করে গিয়েছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। যেখানে অমিত শাহের আসবার কথা থাকলেও শেষ মুহূর্তে সেই সফর বাতিল করেছিলেন তিনি। যার ফলে সেখানে প্রতিটি জেলাকে নিয়ে সাংগঠনিক বৈঠক করে নেতাকর্মীদের উজ্জীবিত করার চেষ্টা করেছিলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। তবে জেপি নাড্ডা দিল্লিতে ফিরে যাওয়ার পরেই খবর পাওয়া গিয়েছিল, খুব তাড়াতাড়ি পশ্চিমবঙ্গে আসতে পারেন বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অবশেষে রাজ্যে আসতে চলেছেন তিনি। জানা গেছে, বিধানসভা ভোটকে সামনে রেখেই অমিত শাহ এই সফর করতে চলেছেন। যেখানে মেদিনীপুরেরকে জোন হিসেবে বেছে নিয়ে দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম জেলা নিয়ে এই বৈঠক হবে বলে খবর। পাশাপাশি এই বৈঠকে হাওড়া এবং হুগলির বিজেপির নেতারাও উপস্থিত থাকতে পারেন। মূলত আগামীদিনে কিভাবে ভালো ফল করতে হবে, তার ব্যাপারেও বিজেপির কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী দলের নেতাকর্মীদের ফর্মুলা বেঁধে দিতে পারেন বলে মনে করা হচ্ছে।

এদিন এই প্রসঙ্গে মেদিনীপুর সাংগঠনিক জেলা বিজেপির সভাপতি শমিত দাস বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের মেদিনীপুরে আসার কথা রয়েছে। তিনি দলের সাংগঠনিক বৈঠকে থাকবেন। প্রস্তাবিত সাংগঠনিক বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে রবিবার মেদিনীপুরে এক বৈঠক হবে। সবকিছু শীঘ্রই চূড়ান্ত হবে।” আর অমিত শাহ মেদিনীপুরে এলে বঙ্গ রাজনীতিতে যে বিজেপি বড়সড় ঝড় তুলতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত রাজনৈতিক বিশেষজ্ঞরা। সব মিলিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী কবে বঙ্গ সফরে আসেন এবং মেদিনীপুরের বৈঠক করে তিনি দলের নেতাকর্মীদের কি বার্তা দেন, সেদিকেই নজর থাকবে গোটা রাজনৈতিক মহলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!