এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > দুই হেভিওয়েটকে শোকজ, পেছনে রয়েছে কোন কারণ? জানলে চমকে যাবেন!

দুই হেভিওয়েটকে শোকজ, পেছনে রয়েছে কোন কারণ? জানলে চমকে যাবেন!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- রবিবার বিজেপির পক্ষ থেকে শোকজ করা হয়েছে জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে। বেশ কিছুদিন ধরেই বিজেপির নতুন রাজ্য কমিটি নিয়ে অসন্তোষ প্রকাশ্যে আসতে শুরু করেছিল। আর তার পরবর্তী সময়কালে বেশ কিছু নেতা নিজেদের মতো করে কখনও বৈঠক, আবার কখনও বা বনভোজন করছিলেন। আর এই পরিস্থিতিতে বিজেপি নেতৃত্ব তাদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারে বলে জল্পনা তৈরি হয়েছিল।

এমতাবস্থায় রবিবার দুই বিজেপি নেতা জয়প্রকাশ মজুমদার এবং রিতেশ তিওয়ারিকে শোকজ করা হয়। কার্যত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রাজ্য বিজেপির অন্দরমহলে। তবে এবার গোটা বিষয়ে মুখ খুললেন বিজেপি রাজ্য সভাপতি তথা সাংসদ সুকান্ত মজুমদার। সূত্রের খবর, এদিন এই দুই বিজেপি নেতার শোকজের কারণে সুকান্তবাবুকে প্রশ্ন করা হয়। আর সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে বিজেপি রাজ্য সভাপতি বলেন, “পার্টির শৃঙ্খলা মেনেই শোকজ করা হয়েছে। শৃঙ্খলা রক্ষা কমিটির নির্দেশে এই শোকজ। কোনো অসুবিধা নেই। সমস্ত দিক খোলা রয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিশেষজ্ঞরা বলছেন, বিজেপির নতুন রাজ্য কমিটি নিয়েই তৈরি হয়েছে সমস্যা। একপক্ষ সেই কমিটি কোনো মতেই মেনে নিতে চাইছেন না। যার জেরে দলে বিদ্রোহ বাড়ছে। আর এই পরিস্থিতিতে এই দুই বিজেপি নেতাকে শোকজ করে গেরুয়া শিবির শৃঙ্খলা রক্ষার বার্তা দিতে চাইল। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!