এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কোন স্ট্র্যাটেজিতে বিজেপিকে মাত দিয়ে তৃনমূলকে জেতাতে চলেছেন প্রশান্ত কিশোর, সামনে এল ঝলক

কোন স্ট্র্যাটেজিতে বিজেপিকে মাত দিয়ে তৃনমূলকে জেতাতে চলেছেন প্রশান্ত কিশোর, সামনে এল ঝলক

এবারের লোকসভা নির্বাচনে রাজ্যে তৃণমূলের ভরাডুবি হয়েছে। আর দলের ভরাডুবি ও বিজেপির এই উত্থানে রীতিমতো আতঙ্কিত হয়েছেন তৃনমূল নেত্রী। এই পরিস্থিতিতে কিছুদিন আগেই দলের রণনীতি ঠিক করবার জন্য প্রশান্ত কিশোরকে দায়িত্ব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, গতকালই রাজ্য সরকারের সদর দপ্তর নবান্নে গিয়ে এই ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তৃণমূল যুবর সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রায় এক ঘন্টা ধরে বৈঠক করেছেন ভোটগুরু প্রশান্ত কিশোর। এদিকে তৃণমূলের ভোট বৈতরণী পার করার জন্য কিছুই একাধিক কর্মসূচি নিয়েছেন এই রননীতিকার।

জানা গেছে, গত 6 জুন তৃণমূলের সাথে একটি চুক্তির পরই প্রশান্ত কিশোরের সংস্থা ইন্ডিয়ান পলিটিকাল অ্যাকশন কমিটি তার কাজ শুরু করে দিয়েছে। মূলত পরিশ্রমী এবং শিক্ষিত যুবক যুবতীদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য ইউথ ইন পলিটিক্স নামে বিভিন্ন অ্যাপ সকলের ফোনে যেতে শুরু করেছে।

যেখানে আবেদন জানানো হচ্ছে যে, যুবক যুবতীরা সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করুন। আর সেখানেই একটি ফর্ম পূরণ করে সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করার জন্য যুবক-যুবতীরা তা ওয়াইআইপিতে পাঠিয়ে দিচ্ছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বস্তুত, এর আগে সদ্য সমাপ্ত লোকসভা এবং বিধানসভা নির্বাচনে ওয়াইএসআর কংগ্রেসের প্রধান জগন্মোহন রেড্ডির জয়ের পেছনে প্রশান্ত কিশোরের অনবদ্য ভূমিকা ছিল। ওয়াইআইপির মাধ্যমেই তিনি সেখানকার যুবক-যুবতীদের সক্রিয় রাজনীতিতে অংশগ্রহণ করিয়ে বাজিমাত করেছিলেন। আর এবার দায়িত্ব নিয়েই সেই একই কাজের মাধ্যমে বাংলায় তৃণমূলের ভোটব্যাংকে বাড়ানোর দিকে এগিয়ে যাচ্ছেন এই নির্বাচনী রণনীতিকার।

রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, কিছুদিন আগেই মেডিকেল কলেজে চিকিৎসকদের কর্মবিরতি পরে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদন এবং কাটমানিতে মমতা বন্দ্যোপাধ্যায়ের হুঁশিয়ারির সমস্ত কিছুর পেছনে সূক্ষ্ম চাল রয়েছেই প্রশান্ত কিশোরেরই। আর তাই সেই সমস্ত কাজে মমতা বন্দ্যোপাধ্যায়কে কিছুটা সাফল্যের আলো দেখানোর পর এবার যুবক-যুবতীদের সক্রিয়ভাবে রাজনীতিতে এনে তৃণমূলের ভোটব্যাংককে বৃদ্ধি করতে চাইছেন তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!