এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > চলতি সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব

চলতি সপ্তাহ থেকেই শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  করোনা সংক্রমনের কারণে বিগত বছরে একাধিক ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন বন্ধ রাখা হয়েছিল। সাধারণত প্রতিবছর নভেম্বর মাসে শীতের শুরুতে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হয়ে থাকে। কিন্তু করোনা সংক্রমনের কারণে গত বছর এই সময়ে এই উৎসবের আয়োজন করা সম্ভব হয়নি। এবার আগামী ৮ ই জানুয়ারি থেকে শুরু হয়ে আগামী ১৫ ই জানুয়ারি পর্যন্ত হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

প্রসঙ্গত, গত ২৮ সে অক্টোবর কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেয়ার সিদ্ধান্ত নেয় রাজ্য সরকার। সেদিন একটি টুইট করে এই উৎসব পিছিয়ে দেওয়া সিদ্ধান্তের কথা ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টুইট করে তিনি জানিয়েছিলেন যে, করোনা পরিস্থিতির কারণেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব পিছিয়ে দেবার সিদ্ধান্ত নেয়া হলো। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, আগামী ৮ ই জানুয়ারি থেকে শুরু হবে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। যা চলবে ১৫ ই জানুয়ারি পর্যন্ত। মুখ্যমন্ত্রীর এই ঘোষণা মতোই এবার শুরু হতে চলেছে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে করোনা সংক্রমনের কারণেই এবার এই উৎসবের আয়োজন বেশ কিছুটা ভিন্নতর হতে চলেছে। করোনা কারণে এবারের চলচ্চিত্র উৎসবে সরাসরি কোন অতিথি যোগদান করছেন না। তবে, ভার্চুয়াল ভাবে অনেকেই যোগদান করতে চলেছেন। করোনা সংক্রমনের কারণে সরকার আরোপিত সমস্ত রকম স্বাস্থ্যবিধি মেনে একাধিক হলে এবারে ছবি দেখানো হবে। অনলাইন পদ্ধতিতে ছবিগুলির টিকিট পাওয়া যাবে।

গতকাল শনিবার শিশির মঞ্চে এক সাংবাদিক বৈঠকে উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হলো যে, এবারে চলচ্চিত্র উৎসবের উদ্বোধন হবে ভার্চুয়াল পদ্ধতিতে। নবান্নের সভা ঘর থেকে এর উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছরে এই উৎসব ২৬ তম বছরে পা রাখতে চলেছে। উৎসব কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে যে, এ বছরের চলচ্চিত্র উৎসবে ৪৫ টি দেশের মোট ১৩২ টি চলচ্চিত্র দেখানো হবে। উৎসবে দেখাবার জন্য মোট ১১৭০ টি ছবির আবেদন এসেছিল। যার মধ্যে থেকে উৎসব কমিটি ১৩২ টি ছবিকে বেছে নিয়েছে। এই উৎসব চলবে ৮ ই জানুয়ারি থেকে ১৫ ই জানুয়ারি পর্যন্ত।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!