এখন পড়ছেন
হোম > বিশেষ খবর > করোনাকালে বেডের জন্য হাহাকার! মাউসের এক ক্লিকেই বাড়িতে বসে পেয়ে যাবেন কোথায় কত বেড খালি!

করোনাকালে বেডের জন্য হাহাকার! মাউসের এক ক্লিকেই বাড়িতে বসে পেয়ে যাবেন কোথায় কত বেড খালি!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়েছে দেশজুড়ে। দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ৪ লক্ষের গন্ডি অতিক্রম করেছে বেশ কিছুদিন যাবৎ। অন্যান্য রাজ্যের মত পশ্চিমবঙ্গেও ক্রমশ বাড়ছে করোনার সংক্রমণ। প্রতিদিন ১৭ হাজারের বেশি মানুষ করোনা আক্রান্ত হতে শুরু করেছেন। বেশ কিছুদিন ধরেই মৃত্যুর সংখ্যা ১০০ অতিক্রম করছে, সপ্তাহ খানেক আগে থেকেই। সবচেয়ে উদ্বেগজনক পরিস্থিতি রয়েছে কলকাতা ও উত্তর ২৪ পরগনা জেলাকে কেন্দ্র করে।

এই দুই জেলায় ৫০ হাজারেরও বেশি মানুষ করোনা আক্রান্ত হয়ে চিকিৎসাধীন। গত ২৪ ঘণ্টায় প্রায় ৪০০০ এর কাছাকাছি মানুষ এই দুই জেলায় করোনা আক্রান্ত হয়েছেন। এই পরিস্থিতিতে এই দুই জেলায় হাসপাতালে বেডের অভাব শুরু হয়েছে। বহু মানুষ চিকিৎসা করাতে গিয়ে নাজেহাল অবস্থায় পড়েছেন। এই পরিস্থিতিতে হাসপাতালে কোথায় ,কত বেড রয়েছে? তার সঙ্গে অন্যান্য খবর নিয়ে উপস্থিত হল রাজ্য সরকারের এক নতুন ওয়েবসাইট। যে ওয়েবসাইট থেকে করোনা সংক্রান্ত চিকিৎসা ও অন্যান্য বিষয়ের খবর জানা যাবে।

মুখ্যমন্ত্রী হিসেবে শপথ গ্রহণের পর থেকেই রাজ্যের করোনা পরিস্থিতি মোকাবিলায় কঠোর পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালের বেড সংখ্যা বৃদ্ধির উদ্যোগ নিয়েছেন তিনি। তেমনি রাজ্যের মানুষ যাতে সহজে হাসপাতালে বেড পেতে পারেন, সে বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারেন, সে বিষয়ে ওয়েবসাইট চালু করা হয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্য সরকারের এই ওয়েবসাইট থেকে জানা যাবে, জেলার কোন কোন হাসপাতালে কতগুলি বেড রয়েছে করোনা চিকিৎসার জন্য। হাসপাতালের ফোন নম্বর এই ওয়েবসাইট থেকে পাওয়া যাবে। হাসপাতালের ফোন করে খোঁজখবর নেওয়া ও গুরুত্বপূর্ণ তথ্য যাতে জানা যায়, সে বিষয়েও ব্যবস্থা রয়েছে ওই ওয়েবসাইটে। হাসপাতালে অ্যাডমিশন সেলের হেল্পডেস্কের নম্বর এখান থেকে পাওয়া যাবে।

করোনা রোগীকে যাতে দ্রুত হাসপাতালে ভর্তি করা যায়, এজন্য এম্বুলেন্স সংক্রান্ত তথ্যাবলী এখানে পাওয়া যাবে। জেলার ব্লক বা মিনিসিপালটির কোথায় এম্বুলেন্স পরিষেবা মিলবে? সে বিষয়ে এই ওয়েবসাইটে জানা যাবে। জেলার কো-অর্ডিনেশন সেন্টারের ফোন নম্বর পাওয়া যাবে এখানে। জেলার কোথায় সেফহোম রয়েছে? তার খবরও এখান থেকে জানা যাবে। ইন্ট্রিগেটেড হেল্পলাইন নম্বর এখানে পাওয়া যাবে। কলকাতা কর্পোরেশনের ফোন নম্বর, হোয়াটসঅ্যাপ নম্বর, এম্বুলেন্স নম্বরও এখানে রয়েছে। আবার, সৎকার বিষয়েও এখন থেকে তথ্য জানা যাবে।

প্রসঙ্গত, এখন রাজ্যের ৪৪৩ টি হাসপাতালে করোনার চিকিৎসা চলছে। যার মধ্যে রয়েছে সরকারি,বেসরকারি, আধা-সরকারি বেশকিছু হাসপাতাল। রাজ্যে মোট ৩০ হাজার ৮৪ টি বেড রয়েছে। যার মধ্যে এখনও খালি রয়েছে ৮৫৩৮ টি। বেড সংখ্যা বাড়ানোর নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া সেফ হোম, কোয়ারেন্টাইন সেন্টার বাড়াবার নির্দেশও দেয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!