এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > শিল্পাঞ্চল ঘুরে দাঁড়াতে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরিয়ে মাস্টারস্ট্রোক হেভিওয়েট তৃণমূল নেতার

শিল্পাঞ্চল ঘুরে দাঁড়াতে বিজেপিতে বড়সড় ভাঙ্গন ধরিয়ে মাস্টারস্ট্রোক হেভিওয়েট তৃণমূল নেতার

 

লোকসভা নির্বাচনে বিজেপির উত্থান বাংলায় ছিল চোখে পড়ার মত। 2 থেকে একেবারে 18 টি আসন নিয়ে বর্তমানে শাসক দল তৃণমূল কংগ্রেসের ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। উত্তরবঙ্গে যেমন তৃণমূলের ভরাডুবি হয়েছে, ঠিক তেমনই লোকসভায় শিল্পাঞ্চলেও তৃণমূলের পরাজয় চিন্তার ভাঁজ ফেলে দিয়েছিল শাসকদলের কপালে।

কিন্তু অবশেষে এবার যেন অবস্থার উন্নতি হতে শুরু করল। বর্ধমান- দুর্গাপুর লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী জয়ী হওয়ায় স্থানীয় স্তরে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়িক পড়ে যায়। দ্বিতীয়বারের জন্য আসানসোল থেকে বিজেপির বাবুল সুপ্রিয় ফের নির্বাচিত হয়েছেন।

যদিও সাংসদ হওয়ায় বিজেপির দাপট আরও বাড়তে থাকে। আর এই পরিস্থিতিতে আগামী 2021 এর বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে প্রশান্ত কিশোরের পরামর্শে দিদিকে বলোর মতো একাধিক জনসংযোগ মূলক কর্মসূচি নিয়ে আসে তৃণমূল কংগ্রেস। যে কর্মসূচির মাধ্যমে সারা রাজ্য জুড়ে বর্তমানে তৃণমূল সাধারণ মানুষের কাছে পৌঁছে যেতে সক্ষম হচ্ছে বলে দাবি রাজনৈতিক বিশ্লেষকদের। আর এই পরিস্থিতিতে এবার শিল্পাঞ্চলে তৃণমূলের কাছ থেকে বড়সড় ধাক্কা খেল বিজেপি।

সূত্রের খবর, শুক্রবার তৃণমূলের দুর্গাপুর 1 সাংগঠনিক ব্লকের তরফে স্টিল টাউনশিপের বি জোন এলাকায় একটি বিজয়া সম্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। যেখানে উপস্থিত ছিলেন, জেলা তৃণমূলের সহ পর্যবেক্ষক কর্নেল দীপ্তাংশু চৌধুরী, জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুরের মেয়র দিলীপ অগস্থি, উত্তম মুখোপাধ্যায়, শ্রমিক নেতা প্রভাত চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা।

আর এই বিজয়া সম্মিলনীর অনুষ্ঠানে দুর্গাপুরের 7 নম্বর ওয়ার্ডের জেসি বোস এলাকার বেশ কয়েকশো বিজেপির যুব কর্মীরা তৃণমূলে যোগদান করেন। এদিন তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন কর্নেল দীপ্তাংশু চৌধুরি এবং জেলা তৃণমূলের সভাপতি জিতেন্দ্র তিওয়ারি। আর লোকসভা নির্বাচনে ভরাডুবির পর এই প্রথম বিপুল সংখ্যক বিজেপি নেতা কর্মী তাদের দলে যোগ দেওয়ায় এখন রীতিমত উজ্জীবিত ঘাসফুল শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিন এই বিজেপি নেতা কর্মীদের নিজেদের দলে যোগদান করিয়ে জেলা তৃণমূল সভাপতি জিতেন্দ্র তিওয়ারি বলেন, “যুবসমাজ কেন্দ্রীয় সরকারের নীতি নিয়ে অনেক আগে সচেতন হয়ে গিয়েছে। একাধিক মিথ্যা প্রতিশ্রুতি, বেকার যুবক-যুবতীদের চাকরি নেই। যে যুবকরা এদিন যোগ দিয়েছেন, তারা নির্বাচনের সময় বিজেপির হয়ে কঠোর পরিশ্রম করে নির্বাচনে জিতিয়েছেন। আজ তারা ভুল বুঝতে পেরে তৃণমূলে যোগ দিয়েছেন। দুর্গাপুরে বহু বিজেপি নেতা কর্মী তৃণমূলে যোগ দেওয়ার জন্য যোগাযোগ করছেন।”

এদিকে জেলা তৃণমূল সভাপতির পক্ষ থেকে এরুপ দাবি করা হলেও এই যোগদানকে “ভুয়ো” বলে দাবি করেছে গেরুয়া শিবির। এদিন এই প্রসঙ্গে জেলা বিজেপির গুণীজন সেলের সদস্য অমিতাভ বন্দ্যোপাধ্যায় বলেন, “যারা তৃণমূলে যোগ দিয়েছেন, তাঁদের মধ্যে প্রায় 12 জন যুবক বিজেপি কর্মী ছিলেন। তাদের ভয় এবং অর্থের লোভ দেখিয়ে তৃণমূল দলের পতাকা তুলে দিয়েছে। বাকিদের বিজেপি কর্মী সাজিয়ে তৃণমূলের পতাকা হাতে তুলে দেওয়া হয়েছে। ওরা আমাদের দলের কেউ নয়।”

তবে বিজেপি নেতৃত্বের পক্ষ থেকে যে দাবিই করা হোক না কেন, লোকসভা নির্বাচনের পরাজয়ের পর যেভাবে তৃণমূলে এখানে যোগদান প্রক্রিয়া সম্পন্ন করল, তাতে বিজেপি এখানে কিছুটা হলেও ব্যাকফুটে চলে গেল বলে দাবি বিশেষজ্ঞদের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!