পঞ্চায়েত ভোটে আমরাই গোল দেব, বিজেপি রেফারির ভূমিকায় থাকবে: মানস ভূঁইয়া বিশেষ খবর রাজ্য December 31, 2017 কয়েকদিন আগেই বাঁকুড়ার দুর্লভপুরে বিজেপি এক জনসভার আয়োজন করে। ওই সভায় বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, দলের নেতা মুকুল রায়, নেত্রী লকেট চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। ওই সভা থেকে দিলীপবাবুরা তৃণমূল নেতাদের কড়া ভাষায় আক্রমণ করেন। ওই সভার পাল্টা হিসেবে এদিন দুর্লভপুর তাপবিদ্যুৎ কেন্দ্র লাগোয়া বিশাল ময়দানে তৃণমূল কংগ্রেস জনসভা করে। সেখানে উপস্থিত ছিলেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া, রাজ্যের দুই মন্ত্রী ব্রাত্য বসু, শ্যামল সাঁতরা, বাঁকুড়া জেলা তৃণমূল সভাপতি অরূপ খাঁ, জেলা পরিষদ সভাধিপতি অরূপ চক্রবর্তী, বিষ্ণুপুরের সংসদ সদস্য সৌমিত্র খাঁ প্রমুখ। ওই সভা থেকেই রাজ্যসভার সাংসদ মানস ভূঁইয়া তীব্র আক্রমন করেন বিজেপিকে। মানসবাবু বলেন, ১. বাংলার মাটি তৃণমূলের শক্ত ঘাঁটি, ভাড়াটে সৈনিক নিয়ে বিজেপি এরাজ্যে তৃণমূলকে গোল দিতে এসেছে ২. আগামী পঞ্চায়েত ভোটে আমরাই গোল দেব, বিজেপি রেফারির ভূমিকায় থাকবে ৩. সিপিএম ও বিজেপি একই আসনে বসেছে, একদিকে লাল – অন্যদিকে গেরুয়া ৪. ৩৪বছরে সিপিএম বাংলায় সন্ত্রাসের মধ্য দিয়ে মহাপাপ করেছে ৫. একই কায়দায় বিজেপি ভাড়াটে লোকজন নিয়ে রাজ্য দখল করতে চাইছে ৬. কমিউনিস্ট পার্টি ও বিজেপির পূর্বতন নেতারা স্বাধীনতা আন্দোলনের বিরোধিতা করেছিলেন ৭. দীর্ঘ বাম আমলের অবসানের পর এরাজ্যে যখন নতুন করে গণতন্ত্র ফিরেছে, তখন বিজেপি ফের সন্ত্রাসের বাতাবরণের মধ্যে বাংলাকে অশান্ত করতে চাইছে ৮. মানসিক ভারসাম্য হারিয়ে বিজেপি নেতাদের একাংশ মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করছেন, তাঁদের চিকিৎসার প্রয়োজন রয়েছে ৯. খোদ রাহুল গান্ধী মমতাকে দেশের নেতৃত্ব দেওয়ার জন্য আহ্বান করছেন ১০. আর প্রদেশ কংগ্রেসের দু-তিনজন নেতা মমতা দূর হটো বলে দিনরাত চিৎকার করছেন আপনার মতামত জানান -